[Ubuntu-BD] ডিফল্টভাবে ফায়ারফক্স ৩.৫ পেলাম না

I am aero aero4k at gmail.com
Thu Jul 30 05:19:09 BST 2009


ফায়ারফক্সের ৩.৫ ভার্শন বের হয়েছে সেই কবে। অথচ এখনও ডিফল্টভাবে
ফায়ারফক্স ৩.৫ ভার্শন ব্যবহার করতে পেলাম না।
আলাদাভাবে জিপফাইল ডাউনলোড করে একটি ফোল্ডারে রেখেছি। সেখান থেকে রান
করেই ব্যবহার করছি। এছাড়াও Synaptic থেকে ডাউনলোড করেছি, কিন্তু
মেনুবারের ইন্টারনেট সাবমেনুতে পুরনো ৩.০.১১ কে বাতিল করে এখনও ৩.৫ নিতে
পারলাম না। ubuntuzilla দিয়ে চেষ্টা করেছিলাম। কিন্তু সফল হইনি। কেউ কি
ধারাবাহিকভাবে পদ্ধতিটি বলবেন?

ধন্যবাদ


-- 
Aero
http://banglahacks.blogspot.com


More information about the ubuntu-bd mailing list