[ Ubuntu-BD ] Thanks to All
DarkLord (:=
animator at ranksitt.com
Tue May 20 09:24:01 BST 2008
---------
ভাই কিছুকিছু বুঝলাম কিন্তু পুরোটা বুঝতে পারিনাই। :)
/home এটাতো যেই পার্টিশনে লিনাক্স ইনস্টল করলাম সেইটাতে থাকে ।
এখন ব্যাপারটা কিভাবে করবো বিস্তারিত বলবেন? পার্টিশন তৈরীকরতে পারবো কিন্তু
মাউন্টিং এর ব্যাপারে বলেন....
----------
Sameeul ` Bashir wrote:
> হাসিন ভাই যেহেতু এখনো উত্তর দেয় নাই , এই ফাঁকে আমি একটু মাতবরি ফলাই ;-)
>
> GParted এর বুটেবল সিডি দিয়ে বুট করে যেকোন ধরনের পার্টিশন এডিট , রিসাইজ
> করা যাবে।
>
> আর home ফোল্ডারটা সেপারেট রাখা মানে মনে হয় একটা আলাদা ext3 পার্টিশন তৈরি
> করে সেটাকে /home হিসাবে মাউন্ট করা।
>
>
> 2008/5/19 DarkLord (:= <animator at ranksitt.com
> <mailto:animator at ranksitt.com>>:
>
> 1) hasin vi , apni bolsilen home folder ke separate partition e
> rakhar
> khota...
>
> baper ta ke bujhi e bolben?
>
>
> 2) আমার উবুন্টুটা ৭.০৪ আমি কি আমার রুট পার্টিশন বা সোয়াপ পার্টিশনের স্পেস
> টাকে
> বাড়াতে পারবো? কিভাবে?
>
> ধরেন আমার উবুন্টুর পার্টিশন হচ্ছে ৪ গিগা এখন আমি এর সাথে আরো ৫০০ মেগা বা ১
> গিগা এ্যাড করতে চাচ্ছি এখন এটা কিভাবে করবো?
>
>
> 3) GParted LiveCD - http://gparted.sourceforge.net/livecd.php আর
>
> Parted-Magic -
> http://news.softpedia.com/news/Parted-Magic-2-2-Comes-with-GParted-0-3-7-85040.shtml
>
> এর মধ্যে পার্থক্য বা বিশেষত্ব কি?
>
> পার্টেড ম্যাজিক এর ডেক্সটপ লোড হবার পূর্বে সিডি ইজেক্ট হয়ে যায়, তবে
> এটিকি ram
> থেকে লোড হয়? কিভাবে?
>
--
DARKLORD (:=
Ishtiaque Ahmed (Foisal)
My Blog: http://foisal.wordpress.com
My youtube : http://www.youtube.com/medarklord
pageflakes : http://www.pageflakes.com/darklord.ashx
More information about the ubuntu-bd
mailing list