[ Ubuntu-BD ] Notice about hardy release party

রুবন roobon at gmail.com
Tue May 6 10:56:10 BST 2008


কারেকশন আছে শাহরিয়ার ভাই।


On Tue, May 6, 2008 at 3:30 PM, Shahriar Tariq <shahriar at linux.org.bd>
wrote:

> আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের উবুন্টু হার্ডি রিলিজ পার্টি
> অনুষ্ঠিত হচ্ছে মে ১৭, ২০০৮ তারিখে।
>
> অনুষ্ঠানটি  হবে
>
> *হাঙ্গরি বাংলাদেশ*

*দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ *

> ***
> ৩/৭ আসাদ এভ্যানিউ, মোহাম্মদপুর, **৫ম তলা।*
>
> এই ঠিকানায়
>
> অনুষ্ঠানটি শুরু হবে ১৭ তারিখ বিকাল ৩টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত
>
> পুরা অনুষ্ঠানটিই কয়েকটি সেশনে ভাগ করা থাকবে
>
> প্রথমে কথা বলা হবে ওপেনসোর্স ফিলোসফি ও ওপেনসোর্স সিস্টেম নিয়ে
> এরপর উবুন্টু পরিচিতি
> উবুন্টু সবগুলো ডিস্ট্রো, উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, জুবুন্টু,
> মিথুবুন্টু ও স্টুডিওবুন্টু নিয়ে আলোচনা করা হবে
> নতুন কি ফিচার এসেছে সেগুলোর আলোচনা
> উবুন্টু ডিস্ট্রো প্রিভিউ
> প্রশ্ন/উত্তর পর্ব
> উন্মুক্ত আলোচনা
> সিডি/ডিভিডি বিতরন।
>
> এব্যাপারে আরও বিস্তারিত জানাবেন রাসেল ভাই
>
> আর কেউ যদি আগ্রহী হন স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করার জন্য তাহলে
> আমাকে ইমেইল করুন shahriar at linux.org.bd অথবা যোগাযোগ করতে পারেন রাসেল
> ভাইয়ের সাথে।
>
> --
> Thanking you
> Shahriar
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
>


-- 
-----------------------------------------------------------------------------------------------------------------
Syed Ziaul Habib (Roobon), Program Officer
The Hunger Project-Bangladesh,
Volunteer Web Programmer of Shujan.org
Team member and contributor of Biggani.org,
Contributor photographer of photoshare.org
Technology writer of jaijaidin.com
Blog: http://roobon.wordpress.com
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080506/b95d6b1f/attachment.htm 


More information about the ubuntu-bd mailing list