[ Ubuntu-BD ] Notice about hardy release party
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Tue May 6 10:30:21 BST 2008
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের উবুন্টু হার্ডি রিলিজ পার্টি
অনুষ্ঠিত হচ্ছে মে ১৭, ২০০৮ তারিখে।
অনুষ্ঠানটি হবে
*হাঙ্গরি বাংলাদেশ**
৩/৭ আসাদ এভ্যানিউ, মোহাম্মদপুর, **৫ম তলা।*
এই ঠিকানায়
অনুষ্ঠানটি শুরু হবে ১৭ তারিখ বিকাল ৩টা থেকে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত
পুরা অনুষ্ঠানটিই কয়েকটি সেশনে ভাগ করা থাকবে
প্রথমে কথা বলা হবে ওপেনসোর্স ফিলোসফি ও ওপেনসোর্স সিস্টেম নিয়ে
এরপর উবুন্টু পরিচিতি
উবুন্টু সবগুলো ডিস্ট্রো, উবুন্টু, কুবুন্টু, এডুবুন্টু, জুবুন্টু, মিথুবুন্টু
ও স্টুডিওবুন্টু নিয়ে আলোচনা করা হবে
নতুন কি ফিচার এসেছে সেগুলোর আলোচনা
উবুন্টু ডিস্ট্রো প্রিভিউ
প্রশ্ন/উত্তর পর্ব
উন্মুক্ত আলোচনা
সিডি/ডিভিডি বিতরন।
এব্যাপারে আরও বিস্তারিত জানাবেন রাসেল ভাই
আর কেউ যদি আগ্রহী হন স্বেচ্ছাসেবক হিসেবে আমাদের সাথে কাজ করার জন্য তাহলে
আমাকে ইমেইল করুন shahriar at linux.org.bd অথবা যোগাযোগ করতে পারেন রাসেল ভাইয়ের
সাথে।
--
Thanking you
Shahriar
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/attachments/20080506/8ff57589/attachment.htm
More information about the ubuntu-bd
mailing list