[ Ubuntu-BD ] in search of few solutions: grub, kernel & kOffice
Nasimul Haque
nasim.haque at gmail.com
Tue Jun 10 23:00:43 BST 2008
উবুন্ততে গ্রাব আপডেটের পদ্ধতি হচ্ছে -
update-grub
রান করা। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হবে। হাতে সম্পাদনা করতে হবে না কিছু।
এটা যদি কাজ না করে, মানে গ্রাব যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে রিইনস্টল
করতে হবে
grub-install hd0
এখানে hd0 মানে মূল হার্ডডিস্ক। অন্য কোথাও ইনস্টল করতে চাইলে সেই ডিভাইস
নাম দিতে হবে।
==========
linux-images-VERSION, linux-ubuntu-modules-VERSION আনইনস্টল করলেই
পুরনো কার্ণেলগুলো মুছে যাবে। তবে বর্তমান ভার্সনের পাশাপাশি আরেকটা
ভার্সন রাখাটা অতিরিক্ত সতর্কতা হিসেবে ভালো। অর্থাৎ বর্তমান ভার্সন যদি
2.6.24-19 হয়, তবে 2.6.14-18 রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে।
==========
KOffice মূলত পেজ লেআউট প্রোগ্রাম। সাধারণ ওয়ার্ড প্রসেসিং-এর জন্য এটা
মশাদমনে কামান ব্যবহার হয়ে যাবে।
নাসিম
--
M. Nasimul Haque, M.Sc.(SUST)
Wessex Institute of Technology
Southampton, UK
More information about the ubuntu-bd
mailing list