[ Ubuntu-BD ] in search of few solutions: grub, kernel & kOffice

Tarin Mahmood tmahmood at arenamobile.com
Wed Jun 11 03:27:59 BST 2008


Most Probably your partition information is little messed up, If you have
PowerQuest partition magic available use it, it detects and  tries to fix
problem when loading. Alternatively you can use fdisk /dev/hd0 and there is
a option to fix partition table problems. becareful when using fdisk

only selecting linux-image-<version> will do, synaptic will automaticall
choose the dependant files to uininstall

I've never used Koffice suit, so I can't tell how it is, if you try it don't
forget to let us know how it was ;)

T. Mahmood
Arena Mobile, Bangladesh



2008/6/11 Nasimul Haque <nasim.haque at gmail.com>:

> উবুন্ততে গ্রাব আপডেটের পদ্ধতি হচ্ছে -
>
> update-grub
>
> রান করা। সবকিছু স্বয়ংক্রিয়ভাবে হবে। হাতে সম্পাদনা করতে হবে না কিছু।
> এটা যদি কাজ না করে, মানে গ্রাব যদি নষ্ট হয়ে গিয়ে থাকে, তবে রিইনস্টল
> করতে হবে
>
> grub-install hd0
>
> এখানে hd0 মানে মূল হার্ডডিস্ক। অন্য কোথাও ইনস্টল করতে চাইলে সেই ডিভাইস
> নাম দিতে হবে।
> ==========
>
> linux-images-VERSION, linux-ubuntu-modules-VERSION আনইনস্টল করলেই
> পুরনো কার্ণেলগুলো মুছে যাবে। তবে বর্তমান ভার্সনের পাশাপাশি আরেকটা
> ভার্সন রাখাটা অতিরিক্ত সতর্কতা হিসেবে ভালো। অর্থাৎ বর্তমান ভার্সন যদি
> 2.6.24-19 হয়, তবে 2.6.14-18 রাখাটাও বুদ্ধিমানের কাজ হবে।
> ==========
>
> KOffice মূলত পেজ লেআউট প্রোগ্রাম। সাধারণ ওয়ার্ড প্রসেসিং-এর জন্য এটা
> মশাদমনে কামান ব্যবহার হয়ে যাবে।
>
> নাসিম
>
> --
> M. Nasimul Haque, M.Sc.(SUST)
> Wessex Institute of Technology
> Southampton, UK
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list