[ Ubuntu-BD ] in search of few solutions: grub, kernel & kOffice

samir sam1487 at gmail.com
Tue Jun 10 21:32:10 BST 2008


I faced the same problem,and got around it similarly!dont hav any idea
why this happened

On 6/10/08, Shahriar Tariq <shahriar at linux.org.bd> wrote:
> *সমস্যা ১*
>
>
> কিছুদিন আগে আমি উবুন্টুর উপরে উইন্ডোজ ইনস্টল দিয়েছিলাম অন্য পার্টিশনে।
>
> তা ইনস্টল হলে পর লাইভ সিডি দিয়ে বুট করলাম
>
> টার্মিনালে sudo grub
>
> find /boot/grub/stage1
>
>
> বের হলো আমার রুট হচ্ছে (hd0,2)
>
> তো ঠিক আছে ভালো
>
> grub> root (hd0,2)
>
>
> grub> setup (hd0)
>
>
> grub> quit
>
>
> এবার রিস্টার্ট করলাম গ্রাব এসেছে। কিন্তু দেখা যায় লোড করতে গেলে Error: 17
> পায়
>
> গ্রাব কনফিগ্যার করতে গিয়ে দেখি আমার রুট হিসেবে আছে (hd0,3)
>
> তা ভাবলাম ভুল করেছি কোন
>
> আবার পুনরাবৃত্তি করলাম না কিছুই হয় না :(
>
> এবার খেপে গিয়ে গ্রাব মেন্যু লিস্ট নিজেই এডিট করলাম
>
> gksu gedit /boot/grub/menu.lst
>
> ওখানে সবগুলো রুট (hd0,3) থেকে (hd0,2) করলাম।
>
> এরপর থেকে সব ঠিক। এরপর আবার ঝামেলা বাধলো কার্ন্যাল আপডেটের সময়।
>
> প্রায় প্রতি  আপডেটেই গ্রাব নষ্ট হয়ে যাচ্ছে। ম্যানুয়ালি গ্রাব মেন্যু
> লিস্ট এডিট করা লাগছে।
>
> তবে লাস্ট কার্নেল আপডেটের সময় লাগেনি। তাই বুঝছি না সমস্যা কি আসলেই
> সমস্যা কিনা। দেখেন তো আপনারা কিছু বুঝেন নাকি।
>
> ===========================================================
>
> *সমস্যা ২*
>
> কার্নেল ভাই এতোগুলা এই কয়েকদিনের মধ্যে আপডেট করার তো কোন কারন বুঝলাম না :(
>
> আমার গ্রাব মেন্যুতে এখন ৯টা আইটেম। পুরা স্ক্রিন জুড়ে আসে। মুছার সাহস হয় না
>
> কেউ নিরাপদ উপায়টি বলুন তো।
>
> ===========================================================
>
> *সমস্যা ৩*
>
> এটা আসলে সমস্যা নয়। এমনি একটা প্রশ্ন কেউ কি koffice ব্যবহার করে দেখেছেন?
>
> আমি ওপেন অফিসের পরিবর্তে এটি ব্যবহার করে দেখতে চাচ্ছি। সুবিধা ও অসুবিধা কারও
> জানা থাকলে জানাবেন।
>
> উল্লেখ্য লেখাটি আগে বিএলইউ এ ফোরামে পোস্ট করা হয়েছে।
> http://forum.linux.org.bd/viewtopic.php?p=2161#2161
>
> যেখানেই আগে সমাধান পাইনা কেনো অপর জায়গায় অবশ্যই সমাধান কিভাবে হলো জানিয়ে
> দিবোনে।
>
> -শাহরিয়ার
> --
> ubuntu-bd mailing list
> ubuntu-bd at lists.ubuntu.com
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>

-- 
Sent from Gmail for mobile | mobile.google.com

samir
http://sam1487.wordpress.com


More information about the ubuntu-bd mailing list