[ Ubuntu-BD ] in search of few solutions: grub, kernel & kOffice
Shahriar Tariq
shahriar at linux.org.bd
Tue Jun 10 19:23:53 BST 2008
*সমস্যা ১*
কিছুদিন আগে আমি উবুন্টুর উপরে উইন্ডোজ ইনস্টল দিয়েছিলাম অন্য পার্টিশনে।
তা ইনস্টল হলে পর লাইভ সিডি দিয়ে বুট করলাম
টার্মিনালে sudo grub
find /boot/grub/stage1
বের হলো আমার রুট হচ্ছে (hd0,2)
তো ঠিক আছে ভালো
grub> root (hd0,2)
grub> setup (hd0)
grub> quit
এবার রিস্টার্ট করলাম গ্রাব এসেছে। কিন্তু দেখা যায় লোড করতে গেলে Error: 17
পায়
গ্রাব কনফিগ্যার করতে গিয়ে দেখি আমার রুট হিসেবে আছে (hd0,3)
তা ভাবলাম ভুল করেছি কোন
আবার পুনরাবৃত্তি করলাম না কিছুই হয় না :(
এবার খেপে গিয়ে গ্রাব মেন্যু লিস্ট নিজেই এডিট করলাম
gksu gedit /boot/grub/menu.lst
ওখানে সবগুলো রুট (hd0,3) থেকে (hd0,2) করলাম।
এরপর থেকে সব ঠিক। এরপর আবার ঝামেলা বাধলো কার্ন্যাল আপডেটের সময়।
প্রায় প্রতি আপডেটেই গ্রাব নষ্ট হয়ে যাচ্ছে। ম্যানুয়ালি গ্রাব মেন্যু
লিস্ট এডিট করা লাগছে।
তবে লাস্ট কার্নেল আপডেটের সময় লাগেনি। তাই বুঝছি না সমস্যা কি আসলেই
সমস্যা কিনা। দেখেন তো আপনারা কিছু বুঝেন নাকি।
===========================================================
*সমস্যা ২*
কার্নেল ভাই এতোগুলা এই কয়েকদিনের মধ্যে আপডেট করার তো কোন কারন বুঝলাম না :(
আমার গ্রাব মেন্যুতে এখন ৯টা আইটেম। পুরা স্ক্রিন জুড়ে আসে। মুছার সাহস হয় না
কেউ নিরাপদ উপায়টি বলুন তো।
===========================================================
*সমস্যা ৩*
এটা আসলে সমস্যা নয়। এমনি একটা প্রশ্ন কেউ কি koffice ব্যবহার করে দেখেছেন?
আমি ওপেন অফিসের পরিবর্তে এটি ব্যবহার করে দেখতে চাচ্ছি। সুবিধা ও অসুবিধা কারও
জানা থাকলে জানাবেন।
উল্লেখ্য লেখাটি আগে বিএলইউ এ ফোরামে পোস্ট করা হয়েছে।
http://forum.linux.org.bd/viewtopic.php?p=2161#2161
যেখানেই আগে সমাধান পাইনা কেনো অপর জায়গায় অবশ্যই সমাধান কিভাবে হলো জানিয়ে
দিবোনে।
-শাহরিয়ার
More information about the ubuntu-bd
mailing list