[Ubuntu-BD] শুধু USB Pendrive read only mount হচ্ছে 14.04 এ, শুধু আমার উবুন্টুতে, অন্য উবুন্টু 14.04 এ সেটা write-permission সহ mount হচ্ছে

S. M. Pavel Sayekat pavelsayekat at gmail.com
Wed Mar 9 08:16:51 UTC 2016


আপনাদেরকে ধন্যবাদ 
পরামর্শগুলোর জন্য, আমি 
লিনাক্সে Canon LiDE 120 usb scanner support এ 
সাহায্য করার জন্য কিছু usb port 
listening প্যাকেজ ইন্সটল 
করেছিলাম, এর মধ্যে শুধু Wireshark 
দিয়ে কাজ করতে পেরেছিলাম, 
অন্য প্যাকেজগুলোর কোনটা 
কিছু ফোলডার তেরি করেছিল /media 
তে usb1-usb7 পর্যন্ত নামের, pendrive 
গুলো সেখানে automount হচ্ছিল, 
কিন্তু এগুলো সাধারনত /media/user 
এর ভেতর mount হয়। অদ্ভুত 
ব্যাপার, আমি pendrive কে unmount করে /mnt 
তে mount করছিলাম তারপরও সেটা 
readonly হচ্ছিল, এমনকি root হিসেবেও 
এবং আপনাদের পদ্ধতি গুলো 
প্রয়োগ করার পরও কাজ হচ্ছিল 
না, আমি তখন root হিসেবে forcefully 
/media/usb1-usb7 ডিরেক্টরিগুলোকে 
মুছে ফেলি (মেঠো পদ্ধতি) এবং 
remount করি, এরপর থেকে আর সমস্যা 
হয়নি। তবে তাতে সারারাত পার 
হয়ে গিয়েছে।

ধন্যবাদ
পাভেল

On Wed, Mar 9, 2016 at 1:52 AM, সাজেদুর রহিম 
জোয়ারদার <toshazed at gmail.com> wrote:
> প্রিয় পাভেল
> ৮ মার্চ, ২০১৬ ১০:১৪ am এ তে, S. M. 
> Pavel Sayekat <pavelsayekat at gmail.com>
> লিখেছে:
> 
>>  শুভ সকাল,
>>  আমি একটা সমস্যায় পড়েছি, 
>> শুধু USB Pendrive read only mount হচ্ছে 14.04 এ,
>>  শুধু আমার উবুন্টুতে,
>>  অন্য উবুন্টু 14.04 এ সেটা 
>> write-permission সহ mount  হচ্ছে।
>> 
>>  সাহায্য চাই
>> 
> 
> সমস্যার সমাধান কল্পে 
> পেনড্রাইভটা কম্পুতে 
> যুক্ত থাকাবস্থায় 
> টার্মিনালে নিচের
> কয়েকটা কমান্ড চালিয়ে দিন 
> পরপর --
> ১। sudo fdisk -l
> কোন ফোল্ডারে/লোকেশনে 
> পেনড্রাইভটা মাউন্ট হলো তা 
> জানাবে এই কমান্ডটা। একটা
> মাত্র পেনড্রাইভ যুক্ত করা 
> থাকলে যথাসম্ভব sdb1 হিসেবেই 
> দেখাবে।
> 
> ২। dosfsck -a /dev/sdb1
> এটা ড্রাইভের 
> ফাইলসিস্টেমের 
> ইন্টিগ্রিটিটা পরীক্ষা 
> করে দেখবে। কাজটা 
> সুসম্পন্ন
> হবার পরপর টার্মিনাল বন্ধ 
> করে দিতে হবে এবং 
> পেনড্রাইভটা খুলে পুনরায় 
> লাগলে
> সমাস্যাটা সমাধা হবার কথা।
> 
> যদি এটুকুতেও না হয় তবে 
> নিচের কমান্ডটা চালাতে 
> হবে।
> ৩। sudo mount -o remount,rw /dev/sdb1
> /media/উক্ত_উবুন্টুতে_আপনার_ব্যবহারকারীর_নাম/পেনড্রাইভটার_যে_নামের_লেবেল_করা_আছে
> 
> আশা করি সমস্যাটা আর থাকবে 
> না।
> 
> 
> প্রিয় সগীর ভাই
> আপনাকে অনেক অনেক ধন্যবাদ। 
> বহুদিন পর মেইলিং লিস্টের 
> মেইল পেলাম আর সেখানে
> আপনার সরব উপস্থিতি। :)
> 
> ভাই শাবাব সহ এই লিস্টের 
> অন্যান্য সবাই
> অফটপিক হলেও এটা এখানেই 
> টেনে আনাটা জরুরী মনে 
> করলাম।
> ২ আগস্ট, ২০১২ ১০:৪১ pm এ তে, Shabab 
> Mustafa <toshabab at gmail.com> লিখেছে:
> 
>>  ভাই সকল,
>>  কয়েকটা কথা সংক্ষেপে বলি।
>> 
>>  ১।  ব্যক্তিগভাবে আমি 
>> ইদানিং বেশ ব্যস্ত সময় 
>> কাটাচ্ছি। তাই আপনাদের 
>> সাথে
>>  সক্রিয়ভাবে আলোচনায় যোগ 
>> দিতে পারছি না। সেজন্য 
>> দুঃখিত।
>> 
>>  ২।  কাউকে ম্যানুয়ালি কোন 
>> ব্যান করা হয় নি। লিস্টের 
>> দুইজন মডারেটর এবং একজন
>>  অ্যাডমিনের তিনজনই দারুণ 
>> ব্যস্ত সময় কাটাচ্ছি। 
>> লিস্টের আলোচনায়ও খুব বেশি
>>  মনোযোগ কেউই দিতে পারছি 
>> না। ম্যানুয়ালি ইউজার 
>> ব্যান করা তো পরের কথা।
>> 
>>  ৩।  উবুন্টু লিস্টের 
>> মেইলম্যান অদ্ভুত আচরণ 
>> করছে। আমি নিজেও উবুন্টু 
>> অন্য
>>  কয়েকটা লিস্টের মেইল 
>> নিয়মিত পাচ্ছি না। সময়য়ের 
>> অভাবে সেগুলোর কারণও 
>> খুঁজে বের
>>  করা চেষ্টাও কর হয়নি। আমার 
>> নিজের shabab at linux.org.bd মেইলিং
>>  অ্যাড্রেস এই লিস্টে 
>> থেকেই অটো-ব্যান হয়ে গেছে 
>> অতিরিক্ত বাউন্সের কারণে। 
>> এখন
>>  অন্য ইমেইল অ্যাকাউন্ট 
>> থেকে মেইল চালাচালি করতে 
>> হচ্ছে।
>> 
>>  ৪।  এর আগেও কয়েকজনের 
>> এইরকম সমস্যা হয়েছে। তারা 
>> আমাদের সাথে যোগাযোগ 
>> করেছেন।
>>  আমরা চেষ্টা করেছি সমাধান 
>> করার। কারো মেইল মডারেশন 
>> কিউতে আটকে ছিল। কেউ
>>  একেবারেই পাচ্ছিলেন না। 
>> একেকজনের প্রকাশ ভঙ্গি 
>> একেকরকম। কেউ সমাধানের 
>> জন্য
>>  আন্তরিক চেষ্টা করেন, কেউ 
>> কেউ 'গেল গেল' বলে অস্থির 
>> হয়ে পড়েন। উভয়ের জন্যই
>>  আমাদের দরজা খোলা।
>> 
>>  ৫।  লিস্টের সম্মানিত 
>> সদস্য জনাব সাজেদুর রহিম 
>> জোয়ারদার সম্ভবত 
>> ইতিমধ্যেই
>>  জানেন যে লিস্টে মডারেটর 
>> রয়েছেন দুজন, আমি এবং 
>> শাহরিয়ার। অ্যাডমিন 
>> রয়েছেন
>>  একজন, রাসেল জন। অন্যরা 
>> যেমন করেছেন তেমনি এদেরকে 
>> সরাসরি মেইল করলেই
>>  যোগাযোগটা সহজ হত। এদিক 
>> সেদিক মেইল করলে সমস্যার 
>> কথা ভায়া হয়ে পৌঁছতে 
>> পৌঁছতে
>>  সময় বেশি লাগবে সেটাই 
>> স্বাভাবিক।
>> 
>>  সবশেষে মনে হচ্ছে কারো 
>> কারো মনে সংশয় জাগছে। কারো 
>> মনে যদি ব্যান নিয়ে কোন
>>  প্রশ্ন থাকে তবে উবুন্টু 
>> লিস্টের মূল নিয়ন্ত্রকদের 
>> সাথে যোগাযোগ করতে পারেন
>>  mailman at lists.ubuntu.com এই ঠিকানায়। 
>> আমরা উবুন্টুর সার্ভিসের 
>> উপর
>>  নির্ভরশীল। মূল সিস্টেম 
>> ঠিকমত কাজ না করলে আমাদের 
>> কিছু করা থাকে না।
>> 
>>  পুনশ্চ:
>>  জনাব সাজেদুর রহিম 
>> জোয়ারদার যেহেতু লিস্টের 
>> মেইল পাচ্ছেন না তাই এই 
>> মেইলের
>>  সাথে তার ইমেইল সরাসরি 
>> সংযুক্ত করছি।
>> 
> 
> ভিন্ন একটি থ্রেডে শাবাব 
> ব্যক্তিগতভাবেই আমাকে এই 
> মেইলটুকু করেছিলেন। তবে
> যেহেতু একই মেইল পরবর্তীতে 
> আমি ওয়েবে থাকা 
> মেইললিস্টের আর্কাইভেও 
> পেয়েছি তাই
> এটাকে পাবলিক মেইল হিসেবেই 
> ধরে নিয়েছি। ভিন্ন একটি 
> থ্রেড থেকে শাবাবের এই
> মেইলটুকু এখানে টেনে আনবার 
> জন্য আমি দুঃখিত।
> 
> আপনাদের সবার দোয়া কিংবা 
> বদদোয়া কিংবা প্রযুক্তির 
> কারসাজি যাই হোক না কেন,
> আজকে এত্তগুলো দিন পর 
> মেইলিং লিস্টের মেইল পেলাম 
> এবং নিজের ক্ষুদ্রজ্ঞান 
> থেকে
> জবাব দেবার প্রচেষ্টাও 
> নিলাম। জানি না সেটা 
> বিপদগ্রস্তের উপকারে আসবে 
> কি না
> তবে নিজের জ্ঞান থেকে 
> সহায়তার হাতটুকু বাড়িয়ে তো 
> দিলাম!!
> 
> 
> প্রিয় মেহেদী ভাই
> আপনি যদিওবা ঐ থ্রেডেই 
> আমাকে বারণ করেছিলেন এই 
> মেইলিং লিস্টে আর কোনরূপ 
> সংযোগ
> আর না রাখতে জানিয়ে (আমার 
> ইনবক্সে মেইল না আসলেও আমি 
> মেইলিং লিস্টে নিয়মিত
> বিচরন করেছি, করছি) এবং আমার 
> অধিকার আমার কাছ থেকে 
> অন্যায়ভাবে কেড়ে নেবার
> প্রতিবাদে আর কোন জবাব না 
> দিতে, তবুও আজকে আবারো মেইল 
> নজরে পড়া মাত্রই
> জবাব/উত্তর দিলাম।
> 
> আসলে আমি কখনোই আমার 
> ক্ষুদ্রজ্ঞানটুকুকে আমার 
> কোনরূপ শক্তি হিসেবে 
> একান্তই
> নিজের কুক্ষিগত করে রাখতে 
> চাইনি। আমি যতটুকু জানি, 
> বুঝি সবটুকুই আমার এই দেশ,
> দেশের মানুষের থেকে 
> শেখা-জানা আর এগুলো ফিরিয়ে 
> দিতে হবে, কাজে লাগাতে হবে 
> আমার
> এই দেশ, দেশের মানুষের 
> উপকারেই। নিজের 
> ক্ষুদ্রজ্ঞান থেকে যদি 
> একজন বাংলাদেশীর
> মনেও কিঞ্চিৎ আঁচড়ের দাগও 
> কাটাতে পারি, তাঁর বিবেকের 
> গোঁড়ায় সামান্য হলেও টোকা
> দিতে পারি তবেই আমার এই 
> জ্ঞানার্জনের 
> স্বার্থকতা। আর প্রতিবার 
> আমি এইধরনের
> সমস্যাগুলোর থেকে শিখি, 
> অনন্ত চেষ্টাটুকু করি। যতই 
> অল্প হোক তাও তো শেখা।
> নিজের ঘরে আলো আসবার 
> যতক্ষুদ্র পথই হোক, সেটুকু 
> তো আর নিজেই জোরপূর্বক বন্ধ
> করে দিতে পারি না!!! :)
> 
> আপনার কথা/অনুরোধটুকু 
> রাখতে না পারার জন্য 
> দুঃখিত, দাদা ভাই। ক্ষমা 
> করবেন।
> --
> রিং
> +8801511411437
> 
> মহাসচিব
> এফওএসএস বাংলাদেশ
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list