[Ubuntu-BD] Fwd: উবুন্টুর ওয়েবসাইট থেকে কি 'লিনাক্স‌ গায়েব হয়ে গেল?

Abu Ashraf Masnun masnun at gmail.com
Wed May 1 16:39:47 UTC 2013


২-৩ দিন আগে Quora তে এই থ্রেডটা দেখছিলাম -
http://www.quora.com/Ubuntu/Why-did-Ubuntu-remove-all-mentions-of-Linux-and-GNU-from-its-website


এখানে কিছু হাইপোথিসিস পাওয়া যাবে ।


2013/5/1 Shabab Mustafa <toshabab at gmail.com>

> আজকে এক জায়গায় এমনই অভিযোগ শুনে গেলাম পরীক্ষা করে দেখতে। গিয়ে তো আক্কেল
> গুড়ুম হয়ে গেল! মূল সাইটে ঘোরাঘুরি করে দেখলাম 'ওপেন সোর্স অপারেটিং সিস্টেম'
> পর্যন্ত লেখা থাকলেও 'লিনাক্স' বা এইরকম কিছু দেখালাম না।
>
> কেউ কি এর পেছনের কোন কারণ জানেন?
>
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list