[Ubuntu-BD] Fwd: উবুন্টুর ওয়েবসাইট থেকে কি 'লিনাক্স‌ গায়েব হয়ে গেল?

Goutam Roy gtmroy at gmail.com
Wed May 1 16:38:46 UTC 2013


ইন্টারেস্টিংলি, গতকাল আমার ইউনির একজন শিক্ষক ব্যঙ্গ করে বলছিলেন, তোমাদের
লিনাস সাহেব তো মাইক্রোসফটে যোগ দিচ্ছেন। এতোদিন মাইক্রোসফটের বিরুদ্ধে তো খুব
চেঁচালে! এখন সুযোগ বুঝে মাইক্রোসফটেই যাচ্ছ।

ঘটনা সত্য কিনা জানি না। কিন্তু আগেও কোথায় যেন এ ধরনের একটা কথা শুনেছিলাম।
সেটারই কোনো ইফেক্ট কি?

গৌতম


2013/5/1 Shabab Mustafa <toshabab at gmail.com>

> আজকে এক জায়গায় এমনই অভিযোগ শুনে গেলাম পরীক্ষা করে দেখতে। গিয়ে তো আক্কেল
> গুড়ুম হয়ে গেল! মূল সাইটে ঘোরাঘুরি করে দেখলাম 'ওপেন সোর্স অপারেটিং সিস্টেম'
> পর্যন্ত লেখা থাকলেও 'লিনাক্স' বা এইরকম কিছু দেখালাম না।
>
> কেউ কি এর পেছনের কোন কারণ জানেন?
>
>
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




--


More information about the ubuntu-bd mailing list