নূর ভাই, ইউনিটির প্রতি নাক সিঁটকাচ্ছিনা। ইউনিটি হচ্ছে ট্যাব ডিভাইসের জন্য। ক্যানোনিকাল একপ্রকার জোর করেই এই ট্যাব ডিই(ইউনিটি) টা ডেস্কটপ ব্যবহারকারীদের উপর চাপিয়ে দিয়েছে। আমি আমার অফিসের ৯০% কাজ করতাম উবুন্টু দিয়ে। ইউনিটি সেই মজা কেড়ে নিয়েছে। আ্যপলের কখাই ধরুন - ওরা আইপ্যাড বের করলেও ওদের ডেস্কটপ এনভায়রনমেন্ট টা বহাল রেখেছে। উবুন্টু কি তা করতে পারতোনা?