[Ubuntu-BD] লিনাক্সদেশ সম্পর্কে কিছু না বলা কথা

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Wed May 23 05:26:39 UTC 2012


গাল ফোলা থাকলে আমি এখানে এসে আলোচনা করতাম না, আরালে বসে থাকতাম।
ব্যক্তিগতভাবে যোগাযোগ করা যায়। কিন্তু সেটা ব্যক্তিগতই থাকবে। কমিউনিটি আর
জানবে না। দুই ফোরামের সকল এডমিন যাতে সবার সামনেই কথা বলে তাই আমি জানতে
চেয়েছিলাম। এর বেশি কিছু না। আশা করি বুঝতে পেরেছেন। :)

সন্ধ্যি করার কোন কারন দেখছি না, কারন সন্ধ্যি হওয়ার মতন বিরোধ বাধল কবে?
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<http://reps.mozilla.org>
01199151550


2012/5/22 Shabab Mustafa <shabab at linux.org.bd>

>
> আপনার ফোলা গাল এখনও দেখতে পাচ্ছি। বয়স এমনই দুষ্টু যে গাল টিপে আদর করে যে
> ......................


More information about the ubuntu-bd mailing list