[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

sagir khan sagir42 at gmail.com
Mon May 21 14:14:31 UTC 2012


লিফোকে যারা জমিয়ে তুলেছিলেন তারা আজ ব্যস্ত। তাই নতুন কোন ফোরামে কাজ করতে
গেলে আগের মত সময় পাবেন না। সেক্ষেত্রে লিফোর সমৃদ্ধ কনটেন্ট আমাদের জন্য এক
অমূল্য সম্পদ। আমরা শুধু চাই সেই লিফো ফিরে আসুক।

লিনাক্স দেশ জমুক আর না জমুক সেটি কেউ না কেউ খুলেছে। যারা খুলেছে এর প্রতি
তাদের আবেগ নিজের ছেলের মতই। তাই তাদের আবেগ সবাই শ্রদ্ধা দিয়ে দেখবেন আশা
করি।
-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list