[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

maSnun masnun at gmail.com
Sat May 19 16:17:15 UTC 2012


টি শার্ট নিয়ে কোন অভিযোগ আমার কানেও আসেনি । যদিও এটা নিয়ে শাহরিয়ার ভাইয়ের
সাথে টুইটারে আলোচনা হয়েছে, কিন্তু সেখানে "অভিযোগ" ছিল বলে মনে করি না।

লিনাক্সদেশ নতুন তারপরেও যদি এর মডারেশন প্যানেলের প্রতি যদি উবুন্টু লোকো টীম
আস্থা রাখে তাহলে সাধারন ব্যাবহারকারীরাও আস্থা রাখবে বলেই আমার বিশ্বাস । তবে
লিফোর একটা আলাদা গ্রহনযোগ্যতা ছিল, লিফোকে ফিরিয়ে আনা সম্ভব হলে (বিশেষ করে
এর পোস্টগুলো) সেটাই উত্তম হবে বলে মনে করি ।
-- 
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.me


More information about the ubuntu-bd mailing list