[Ubuntu-BD] লিনাক্স ফোরামকে পুনরায় চালুর প্রসঙ্গে কিছু আলোচনা

Shahriar Tariq shahriar at linux.org.bd
Sat May 19 16:09:36 UTC 2012


এটা ভালো যে অনেকেই ফোরামের জন্য আগ্রহ প্রকাশ করছে। তবে আমার মনে হয় না
আমাদের আবার নতুন করে একটা ফোরাম চালু করার প্রয়োজন আছে কারণ ইতিমধ্যে
http://forum.linuxdesh.org/ চলছে। আমাদের উচিত এই ফোরামকে আরও সমৃদ্ধ করা।

আর লিফো চালুর সময় আমি থাকলেও তখন নতুন চাকরীতে ঢুকার পরপর নিয়মিত আসতে
পারিনি, তখনই বন্ধ হয়ে যায়। কিন্তু যতোদূর শুনেছি তাতে কিছু ব্যক্তিবর্গের
উস্কানিমূলক কথাবার্তা যেমন ছিলো প্রশাসক/সমন্বয়কদের খরগহস্ত হয়ে পোস্ট ডিলিট
করে দেয়া সরিয়ে দেয়া অথবা মেম্বার ব্যান করাও দায়ী। তাই মডারেশন প্যানেল একটু
স্বচ্ছ করে তুলে আগানো যেতে পারে। আর মডারেটরদের আলোচনার মাধ্যমে সমস্যা
মোকাবেলা করা উচিত।

আর আমার মনে হয় না অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে বিধিনিষেধ বা কড়াকড়ির আছে। আমরা
উন্মুক্ত সফটওয়্যারের প্রচারণা যেমন করি তেমন ব্যক্তিস্বাধীনতা নিয়েও উদার।
আমাদের তো আসলে উচিত অন্যের আয়োজিত অনুষ্ঠান আরও ভালোভাবে প্রচার করা কারণ
আমাদের দুইদলেরই লক্ষ্য এক। আয়োজনে যদি সমস্যা থাকে তাহলে তার আয়োজকদের তা
স্বীকার করে নিতে তো দোষ নেই, সমস্যা বাধে যখন সমালোচনা সঠিকভাবে গ্রহণ না করে
ব্যক্তি আক্রমণের পর্যায়ে যায়।


ভালো কথা সিডি বিক্রি নিয়ে মারামারির কথা আমি জানি কিন্তু টিশার্ট বিক্রি নিয়ে
কি বিরোধ বেঁধেছিলো আমার ধারণা নেই, কেউ কি একটু ব্যক্তিগত মেইলে জানাবেন
(যেহেতু টিশার্ট আমার ব্যক্তিগত প্রতিষ্ঠানের ব্যানারে বিক্রি হয়েছিলো তাই
জানতে আগ্রহী)? আর টিশার্ট বিক্রির সময় মেইলিং লিস্টে/বিভিন্ন ফোরামে/ব্লগে
উল্লেখ করাই ছিলো এটা একটি ব্যবসায়ীক উদ্যোগ আর পছন্দের জিনিস নিয়ে ব্যবসা করা
যাবে না এমন তো কোন কথা নেই।


More information about the ubuntu-bd mailing list