[Ubuntu-BD] সমস্যাঃ যদিও আমি যুক্ত আছি, তবুও আমি আন্তর্জালিক জগতে বিচরন করতে পারছি না।
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Thu May 17 20:28:58 UTC 2012
অনেক ধন্যবাদ চিঠিটির জন্য! মজার ব্যাপার হচ্ছে নেট ঘেঁটে অনেক পন্থা ট্রাই
করছিলাম, আপনি যা বললেন সেটাও ট্রাই করেছি। কিন্তু কিছুতেই কিছু হচ্ছিলনা।
পিএম করে রাসেল ভাই আর শাবাব ভাইকে বিরক্ত করছিলাম। কোন সমাধান হচ্ছিলনা।
তারপর উবুন্টু রিস্টার্ট করাতে সব ঠিক হয়ে গেল। এখন কি কারণে যে ঠিক হয়েছে
সেটাও জানিনা। সকাল থেকে ১০ বারের উপর রিস্টার্ট করেছিলাম অথচ কোন কিছুই
হচ্ছিলনা।
যাই হোক, কাজ হয়ে গেছে সেটাই বড় কথা আমার কাছে!
আপনাকে আবারো ধন্যবাদ কষ্ট করে মেইল লেখার জন্য!
2012/5/18 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
>
> সুত্রঃ
>
> http://askubuntu.com/questions/138358/pppoe-gets-connected-but-i-cant-browse-internet
>
> আমাদের আদনান কাইয়ুম তানিম (আন্তর্জালের জগতে একসময়ে অভ্রনীল নামে সুপরিচিত
> ছিলেন) ভাই এই সমস্যাটায় আক্রান্ত।
>
> এ সমস্যার সমাধানে সহজ ব্যবস্থা হলো প্রথমে নেটওয়ার্ক ম্যানেজার থেকে
> কানেকশানটাকে ডিসকানেক্ট করে নিয়ে, ডিএসএল ট্যাবে পিপিপিওই কানেকশানটাকে
> অ্যাড্রেস অনলিতে কনফিগার করা। ফলাফলে আপনি শুধু আইপিটুকুই অথেনটিকেটেড
> নেটওয়ার্ক সার্ভারের থেকে পাবেন। বাদ থেকে যাবে শুধুই ডিএনএস ঠিকানাটি। এবার
> আপনি যেকোন পাবলিক ডিএনএস সার্ভারের আইপি ঠিকানাটি (উদা: 8.8.4.4) প্রাথমিক
> ঠিকানা হিসেব রাখুন এবং তারপর আপনার আইএসপি/নেটওয়ার্কের ডিএনএসটি ব্যবহার করুন
> (দুটো বা তিনটা ডিএনএস সার্ভারের আইপি পছন্দানুযায়ী পাশাপাশি কমা দিয়ে লিখে
> দিলেই হলো)। এরপর পুনরায় নেটওয়ার্কে সংযুক্ত হোন।
>
> <https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd>
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
More information about the ubuntu-bd
mailing list