[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না

sagir khan sagir42 at gmail.com
Sun Jan 22 13:32:10 UTC 2012


11.04 ইনস্টল করার পর আমারও একি সমস্যা হয়েছিলো। আমারও Nvidia গ্রাফিক্স
ড্রাইভার। আমার সমস্যা দূর হয়েছিলো ইউনিটি বাদ দিয়ে।মানে ইউনিটি ব্যবহার না
করে জিনোম ব্যবহার করলে আমি ঢুকতে পারতাম। আপনি দেখেন এটি কাজ করে কিনা।

২২ জানুয়ারী, ২০১২ ৬:১০ pm এ তে, Fazle Rabbi Dayeen <mailme42 at gmail.com>লিখেছে:

> কিছুক্ষন আগে আমার উবুন্টু ১১.০৪ এ Nvidia গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করলাম।
> এখন রিস্টার্ট দেবার পর আর ডেক্সটপে ঢুকতে পারছি না। কালো রঙের স্ক্রীন এসে
> আটকে যাচ্ছে। কেউ একটু সাহায্য করতে পারবেন কি?
>
>
>
> --
> উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
> http://ubuntulibrary.wordpress.com/
>
> আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
> এবং  ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list