[Ubuntu-BD] উবুন্টু ১১.০৪ এ গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করার পর লগইন করা যাচ্ছে না
Fazle Rabbi Dayeen
mailme42 at gmail.com
Sun Jan 22 12:10:39 UTC 2012
কিছুক্ষন আগে আমার উবুন্টু ১১.০৪ এ Nvidia গ্রাফিক্স ড্রাইভার ইন্সটল করলাম।
এখন রিস্টার্ট দেবার পর আর ডেক্সটপে ঢুকতে পারছি না। কালো রঙের স্ক্রীন এসে
আটকে যাচ্ছে। কেউ একটু সাহায্য করতে পারবেন কি?
--
উবুন্টু লাইব্রেরি (Ubuntu /Linux Mint এর নোটবুক) ::
http://ubuntulibrary.wordpress.com/
আমার ব্লগ-- বাংলাঃ http://sciencecatchup.blogspot.com/
এবং ইংরেজিঃ http://sciencecatchup.wordpress.com/
More information about the ubuntu-bd
mailing list