[Ubuntu-BD] বাংলা উইকিপিডিয়ায় উবুন্টু বিষয়ক নিবন্ধ সাম্প্রতিকীকরণ

sagir khan sagir42 at gmail.com
Wed Jan 18 18:23:32 UTC 2012


সবার আগে আমিই বলেছিলাম এই কাজ করবো। ইনশাল্লাহ্ আমি করবো। তবে  ইংরেজীর ভয়ে
একটু দেরি করছি।

১৮ জানুয়ারী, ২০১২ ১১:৫১ pm এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd>লিখেছে:

> প্রথমদিকে অনেকেই ঝাঁপিয়ে পড়ার জন্য একেবারে একপায়ে খাড়া এবং কি করে কি করতে
> হবে তা জানার অধীর ছিলেন। কি করে কি করতে হবে সেটা জানাবার পর দুই দিন
> অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত তানভির ভাইয়ের ওই অনুচ্ছেদটি ছাড়া আর কিছুই
> যোগ বা সম্পাদনা কিছুই হয় নি। এটি নিঃসন্দেহে দুঃখজনক। সারা বিশ্বের মত
> বাংলাদেশের উবুন্টু কমিউনিটিও উবুন্টুর কথা প্রচার এবং অপরকে সাহায্য করার
> জন্য অনলাইন তথ্যের উপর নির্ভর করে। এই অনলাইন তথ্যাবলি আপডেট থাকাটা সত্যিই
> জরুরি।
>
> আশা করি সত্যিকারের উবুন্টুপ্রেমী স্বেচ্ছাসেবকগণ এগিয়ে আসবেন এবং নিবন্ধটি
> সমৃদ্ধকরণে হাত লাগাবেন। ফাঁকা বুলিতে নয়, কাজের মাধ্যমেই আমাদের ভালবাসা
> বহির্প্রকাশ ঘটুক।
>
> ধন্যবাদ।
> ---
> Shabab Mustafa
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list