[Ubuntu-BD] বাংলা উইকিপিডিয়ায় উবুন্টু বিষয়ক নিবন্ধ সাম্প্রতিকীকরণ

Shabab Mustafa shabab at linux.org.bd
Wed Jan 18 17:51:59 UTC 2012


প্রথমদিকে অনেকেই ঝাঁপিয়ে পড়ার জন্য একেবারে একপায়ে খাড়া এবং কি করে কি করতে
হবে তা জানার অধীর ছিলেন। কি করে কি করতে হবে সেটা জানাবার পর দুই দিন
অতিবাহিত হয়ে গেলেও এখন পর্যন্ত তানভির ভাইয়ের ওই অনুচ্ছেদটি ছাড়া আর কিছুই
যোগ বা সম্পাদনা কিছুই হয় নি। এটি নিঃসন্দেহে দুঃখজনক। সারা বিশ্বের মত
বাংলাদেশের উবুন্টু কমিউনিটিও উবুন্টুর কথা প্রচার এবং অপরকে সাহায্য করার
জন্য অনলাইন তথ্যের উপর নির্ভর করে। এই অনলাইন তথ্যাবলি আপডেট থাকাটা সত্যিই
জরুরি।

আশা করি সত্যিকারের উবুন্টুপ্রেমী স্বেচ্ছাসেবকগণ এগিয়ে আসবেন এবং নিবন্ধটি
সমৃদ্ধকরণে হাত লাগাবেন। ফাঁকা বুলিতে নয়, কাজের মাধ্যমেই আমাদের ভালবাসা
বহির্প্রকাশ ঘটুক।

ধন্যবাদ।
---
Shabab Mustafa


More information about the ubuntu-bd mailing list