[Ubuntu-BD] WiMax and Linux

Ahmad Firoz firoz.ngk at gmail.com
Sun Jan 1 15:28:57 UTC 2012


@ মাসনুন ভাই ব্যাপারটা নিয়ে বেশ জলঘোলা আগেই হয়েছে। আপনাদের লোকো টীম খালি
আগে কি ঘটেছে সেটা নিয়েই লাফালাফি করতেছে । আগে তো বিশাল যুদ্ধ বিগ্রহ হয়ে
বন্ধ হয়ে গেল বি এল ইউ এ। কি জিনিস যে হারাইছি তা বলে বুঝানো যাবে না।

উবুন্টু বাংলাদেশে ফেবু গ্রুপ টা ভালই একটিভ । কিন্তু আলোচনা করার জন্য যথেষ্ট
নয় বলেই মনে করি । একজন সমস্যার সমাধান চাইলে কি করতাম? আস্তের উপ্রে লিফোর
লিঙ্ক টা ধরাই দিতাম । এখন যেটা পারি নাহ । যদিও নতুন একটা কমিউনিটি হয়েছে।
কিন্তু সমস্যা কি ? কমিউনিটি আছে কিন্তু আপনাদের মত অভিজ্ঞরা নাই? আপনারা কি
এখন আলোচনা করতে টাইম পান ? আপনারা এখন নিজেদের মধ্যে যুদ্ধ করতেছেন ।আপনারা
আর্টিকেল লিখবেন কেন?!

রিসেন্টলি বন্টু মিন্টুর আড্ডার মত কোন প্রোগ্রাম দেখতে পাই না। আমি কাদের
কোথায় নিয়ে যাব ?  একটা প্রোগ্রামে যে কয়েকজন মানুষকে নিয়ে আসব তাও পারিনা।
কারন যে প্রোগ্রামগুলো রিসেন্টলি হচ্ছে সেগুলো দেখলে আকর্ষন আসার বদলে বিকর্ষন
চলে আসবে ।

আর কত যুদ্ধ করবেন । এখন অন্তত কোনো রকম সমাধান হিসেবে যে মেইলিংলিস্ট টা
ধরায়ে দিতাম । তাও বোধ হ্য দেবার সাহস পাচ্ছি নাহ । ওপেনসোর্স জিনিস নিয়ে এত
যুদ্ধ বিগ্রহ হলে  আমাকেও লিনাক্সের বাংলাদেশ কমিউনিটি থেকে বিদায় নিতে হবে ।

সবাইকে বলছি  ,
"" আপনাদের পায়ে ধরি , তারপরো যুদ্ধ বিগ্রহ না করে সামনে কি করা যায় সেটা
ভাবেন । "
ধন্যবাদ।

From,
Firoz Ahmad(ত্রিনিত্রির রাশিমালা)


More information about the ubuntu-bd mailing list