[Ubuntu-BD] উবুন্টু আগামী সংস্করন টেস্ট এবং বাগ রিপোর্টিং (উবুন্টু গ্লোবাল জ্যাম)
sagir khan
sagir42 at gmail.com
Tue Feb 28 00:13:37 UTC 2012
কখন থেকে শুরু হবে?
২৮ ফেব্রুয়ারী, ২০১২ ২:৩০ am এ তে, Md Ashickur Rahman Noor <
ashickur.noor at gmail.com> লিখেছে:
> উবুন্টু গ্লোবাল জ্যাম একটি কমিউনিটিকে ছুটির দিনে একত্রিকরনের একটি
> প্রচেষ্টা। এটি সমগ্র বিশ্বে একই সাথে পালন করা হয়। যা এবার ২রা মার্চ থেকে
> ৪ঠা মার্চ পর্যন্ত সমগ্র পৃথিবীতে একযোগে পালন করা হবে উদ্দেশ্য উবুন্টু কে
> আরও সমৃদ্ধ করা। এই লক্ষে আমরা ২ দিন অর্থাৎ ২ এবং ৩ মার্চ দুইটি পৃথক আয়োজন
> করার চিন্তা করেছি। যেখানে প্রথম দিন উবুন্টু আগামী সংস্করন ১২.০৪ টেস্ট করা
> হবে এবং কোন বাগ পাওয়া গেলে তা রিপোর্ট করা হবে।
>
> কি কি আনতে হবে
>
> ল্যাপটপ
> পেন ড্রাইভ
> পারলে ইউএসবি মডেম (ইন্টারনেট কানেকশন না পাওয়া গেলে আমরা ব্যবহার করতে পারবো)
>
>
> আশা করি সকলের সহযোগীতা পাবো।
>
> বিঃদ্রঃ নিজেদের খরচ নিজেদেরই বহন করতে হবে। এই ধরনের আয়োজন আমি প্রথমবার
> করছি, তাই আমি নিজেই জানি না কি করতে হবে। আপনারা ল্যাপটপ না থাকলে সমস্যা
> নাই। তাও চলে আইসেন। সবার সাথে দেখা হবে, কথা হবে। আপনারাই পোগ্রামের প্রাণ।
>
> আপনি আগ্রহী হলে http://tinyurl.com/ubbdglobaljam1 এই লিংকে আপনার তথ্য দিয়ে
> আমাদের সাহায্য করুন
>
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
> Reps<https://wiki.mozilla.org/ReMo>
> 01611151550
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list