[Ubuntu-BD] ইমেইলের জবাব দেবার সময় দয়া করে পুরোনো ইমেইল/উক্তি মুছে ফেলুন এবং ইমেইল সিগনেচার ছোট রাখুন

sagir khan sagir42 at gmail.com
Fri Feb 24 03:27:49 UTC 2012


এই মেইলের জন্য ধন্যবাদ। আসলেই কোট করার কারনে সমস্যায় পরতে হয়।

২৪ ফেব্রুয়ারী, ২০১২ ৯:০৪ am এ তে, M. Adnan Quaium <
adnan.quaium at ubuntu-bd.org> লিখেছে:

> সবাইকে ছোট্ট একটা অনুরোধ করি। মেইলিং লিস্টে রিপ্লাই দেবার সময় খুব দরকার না
> হলে দয়া করে আগের ইমেইল কোট করবেননা। কেউ কেউ আবার বিশাল ইমেইল সিগনেচার
> ব্যবহার করছেন। এতে করে ইমেইলের আকার বিশাল বড় হয়ে যায়, যা বিভিন্ন
> হ্যান্ডহেল্ড ডিভাইস তো বটেই ডেস্কটপেও স্ক্রল করে পড়াটা বিরক্তিকর হয়ে পড়ে।
>
> যেমন নিচের মেইলটি দেখুন:
> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2012-February/010880.html
> সর্বমোট ১৬৬ লাইনের এই মেইলে কাজের কথা কেবল প্রথম একটি লাইনে, বাকী ১৬৫টি
> লাইনের কোন দরকারই ছিলনা। ঠিক একইভাবে এই ইমেইলটিতেও (
> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2012-February/010879.html )
> ১৫৫
> লাইনের মাঝে দরকারী কথা কেবল মাত্র প্রথম ১১ লাইনে। বাকী লাইনগুলো অযথা কোট
> হিসেবে এসেছে।
>
> উবুন্টু বিডি'র মেইলিং লিস্ট নিয়ে গাইড লাইন পাবেন এখানে (
>
> https://wiki.ubuntu.com/BangladeshiTeam/MailingList#Mailing_List_Guidelines)
>> আসুন সবাই মিলে মেইলিং লিস্টটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখি।
>
> সবাইকে ধন্যবাদ!
>
>
> --
> M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list