[Ubuntu-BD] ইমেইলের জবাব দেবার সময় দয়া করে পুরোনো ইমেইল/উক্তি মুছে ফেলুন এবং ইমেইল সিগনেচার ছোট রাখুন
M. Adnan Quaium
adnan.quaium at ubuntu-bd.org
Fri Feb 24 03:04:42 UTC 2012
সবাইকে ছোট্ট একটা অনুরোধ করি। মেইলিং লিস্টে রিপ্লাই দেবার সময় খুব দরকার না
হলে দয়া করে আগের ইমেইল কোট করবেননা। কেউ কেউ আবার বিশাল ইমেইল সিগনেচার
ব্যবহার করছেন। এতে করে ইমেইলের আকার বিশাল বড় হয়ে যায়, যা বিভিন্ন
হ্যান্ডহেল্ড ডিভাইস তো বটেই ডেস্কটপেও স্ক্রল করে পড়াটা বিরক্তিকর হয়ে পড়ে।
যেমন নিচের মেইলটি দেখুন:
https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2012-February/010880.html
সর্বমোট ১৬৬ লাইনের এই মেইলে কাজের কথা কেবল প্রথম একটি লাইনে, বাকী ১৬৫টি
লাইনের কোন দরকারই ছিলনা। ঠিক একইভাবে এই ইমেইলটিতেও (
https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2012-February/010879.html ) ১৫৫
লাইনের মাঝে দরকারী কথা কেবল মাত্র প্রথম ১১ লাইনে। বাকী লাইনগুলো অযথা কোট
হিসেবে এসেছে।
উবুন্টু বিডি'র মেইলিং লিস্ট নিয়ে গাইড লাইন পাবেন এখানে (
https://wiki.ubuntu.com/BangladeshiTeam/MailingList#Mailing_List_Guidelines)।
আসুন সবাই মিলে মেইলিং লিস্টটাকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখি।
সবাইকে ধন্যবাদ!
--
M. Adnan Quaium | https://wiki.ubuntu.com/maqtanim
More information about the ubuntu-bd
mailing list