[Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Fri Feb 17 06:35:23 UTC 2012
প্রিয় সাজ্জাদ হোসাইন
১৭ ফেব্রুয়ারী, ২০১২ ১:২১ am এ তে, Sazzad Hossain <sazzadais at gmail.com>লিখেছে:
> রিং দা জটিল সমস্যা।
>
হুমম। আমার ধারনা আপডেট করার পরে সম্ভবত xulrunner আর x.org টা udev এ সাথে
ঠিক মতো রিকনফিগার হয়নি।
> আপনি Screenshot/pic দেন । কাজে আসতে পারে।
>
সহমত। প্রিয় মুনিরা আপনাকে আগেই একটা ছবি শেয়ার করতে বলেছিলাম। একটু চেষ্টা
করে কাজটা করুন। আমার পক্ষে সমস্যাটা ধরতে পারা সহজ হবে।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন
মেলা<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list