[Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা

Sazzad Hossain sazzadais at gmail.com
Thu Feb 16 19:21:55 UTC 2012


রিং দা জটিল সমস্যা।
আপনি Screenshot/pic দেন । কাজে আসতে পারে।

2012/2/16 Monira Akter <monira_cse109 at yahoo.com>

>  Live CD তে কোন সমস্যা হচ্ছে না,সেখানে মাউস আর কিবোর্ড ভালোভাবেই কাজ
> করছে।আমি  pc on করলে কিবোর্ড এর আলো একবার জ্বলে।উবুন্তু সিলেক্ট করার পর
> কিবোর্ড এ আর কোন আলো জ্বলে না।সিস্টেম চালু হলেও,ইভেন ক্যাপ্সলক বা নামলক
> কিছুই জ্বলে না।মাউস এ তো আলো ঠিকঠাক মতই আসে।বাট,কারছার নড়াচড়া কিচ্ছু করে
> না।কিবোর্ড এও গুতাগুতি করে কোন রেস্পন্স পাই না।:(:(:(
>
>
>
> ________________________________
>  From: Sazzad Hossain <sazzadais at gmail.com>
> To: Ubuntu Bangladesh <ubuntu-bd at lists.ubuntu.com>
> Sent: Thursday, February 16, 2012 12:16 AM
> Subject: Re: [Ubuntu-BD] উবুন্তুতে মাউস আর কিবোর্ড কানেকশন পাচ্ছেনা
>
> আপনি একবার Live CD চালিয়ে দেখতে পারেন যে সেখানেও কি একই সমস্যা হচ্ছে কিনা?
>
> 2012/2/15 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় মনিরা আক্তার
> >
> > ১৫ ফেব্রুয়ারী, ২০১২ ১১:০২ pm এ তে, Monira Akter
> > <monira_cse109 at yahoo.com>লিখেছে:
> >
> > > আমি এতদিন উবুনতু ১০.০৪ ইউজ করে আসছি। আমি অটো আপডেট দেয়ার পর এখন
> > উবুন্তুতে
> > > মাউস বা কিবোর্ড কিছুই কানেকশন পাচ্ছে না।উইন্ডোজ এ সব ঠিক ভাবেই চলছে।
> > প্লিজ
> > > হেল্প।
> > >
> >
> > কানেকশান না পাবার মতো কিছু হবার সম্ভাবনা তো নাই। আপনি একটু খেয়াল করে
> দেখুন
> > ঠিক কখন আপনার কীবোর্ড এর নামলক/ক্যাপসলক/স্ক্রললক এর নির্দেশক বাতিগুলো
> জ্বলা
> > নেভা করছে অথবা শুধু জ্বলেই থাকছে কিংবা পুরোপুরিই জ্বলছে না।
> >
> > কম্পিউটার চালু হবার সময়ে প্রাথমিকভাবে প্রতিটা হার্ডওয়্যারেই যখন
> তড়িৎচালনা
> > করা হয় তখন সবগুলো বাতিই জ্বলে উঠবার কথা। তৎপরবর্তী সিস্টেমের কার্নেল লোড
> > করবার সময় শুধুমাত্র কিবোর্ড চালু হবার কথা। পুরো সিস্টেম চালু হবার পর
> > গ্রাফিক্যাল ডিসপ্লে আসবার সময় কীবোর্ডে সাথে সাথে মাউসটিও কার্যকর হবার
> কথা।
> >
> > আপনি এই বাতিগুলোর জ্বলা নেভা মনোযোগ দিয়ে খেয়াল করে জানান দিন। আর আপনার
> > উবুন্টুতে বুট হয়ে আসবার পর ঠিক যেখানে এসে আটকে যাচ্ছেন ঠিক ঐ সময়ে আপনার
> > মনিটরের একটা ছবি মোবাইল বা ক্যামেরা দিয়ে ধারন করে নিয়ে যে কোন ইমেজ
> শেয়ারিং
> > সাইট (পিকাসা, ফ্লিকার, ইমগুর) এ আপলোড করে এখানে ঐ ছবিটার লিংক দিন।
> >
> > আশা করি দ্রুততম সময়ে আপনার উবুন্টু অভিজ্ঞতা পুনরায় আনন্দময় হবে।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন
> > মেলা<
> >
> http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd




-- 
Sazzad Hossain
https://www.moneybookers.com/app/?rid=19852903


More information about the ubuntu-bd mailing list