[Ubuntu-BD] উবুন্টু কি ফ্রি সফটওয়্যার নয়

Kabbo Sarker kabyaa1 at gmail.com
Mon Feb 6 09:28:41 UTC 2012


এখানে ননফ্রি মানে প্রপ্রিয়েটারি সফট বুঝানো হয়েছে যাদের সোর্সকোড ওপেন
না। ননফ্রি মানে কিন্তু দাম আছে এমন না!

On 6 February 2012 12:52, Md Ashickur Rahman Noor
<ashickur.noor at gmail.com> wrote:
> Over one hundred pieces of non-free firmware were removed from the Ubuntu
> Linux kernel to make gNewSense. [1]
> আমি জানতাম উবুন্টু কার্নেল মডিফাই করে দেওয়া হয়। কিন্তু মডিফাই এর ভিতরে যে
> নন ফ্রি কিছু থাকতে পারে তা জানতাম না। আপনারা কি বলেন?
>
> আপনারা কি বলেন? আমি উবুন্টুর প্রচারনা করি ঠিক আছে, কিন্তু আমি কোন দিনও এই
> জিনিশ নিয়ে চিন্তা করি নাই। আপনারা অনেকেই এ নিয়া কাজ করেন। তাই আপনাদের মতামত
> চাচ্ছি। যদি এটি সত্য হয় তাহলে উবুন্টু ডেভলপার্স এ নিয়ে প্রশ্ন তুলব, যে তারা
> ফ্রি বলে কেন নন ফ্রি দিচ্ছে। কিন্তু এর আগে আমার কিছু প্রমান চাই। যা আমার
> কাছে এখনই নাই। যদি আপনাদের কাছে থাকে তাহলে শেয়ার করুন।
>
> এই কথাটি ভুলও হতে পারে, আমি কিছুতেই মানতে পারছি না যে উবুন্টুতে শিপমেন্টের
> সময় নন ফ্রি কিছু দেয়।
>
> [1] http://en.wikipedia.org/wiki/GNewSense#Limitations
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
> 2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
> Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
> Reps<https://wiki.mozilla.org/ReMo>
> 01611151550
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd


More information about the ubuntu-bd mailing list