[Ubuntu-BD] উবুন্টু কি ফ্রি সফটওয়্যার নয়

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Mon Feb 6 06:52:16 UTC 2012


Over one hundred pieces of non-free firmware were removed from the Ubuntu
Linux kernel to make gNewSense. [1]
আমি জানতাম উবুন্টু কার্নেল মডিফাই করে দেওয়া হয়। কিন্তু মডিফাই এর ভিতরে যে
নন ফ্রি কিছু থাকতে পারে তা জানতাম না। আপনারা কি বলেন?

আপনারা কি বলেন? আমি উবুন্টুর প্রচারনা করি ঠিক আছে, কিন্তু আমি কোন দিনও এই
জিনিশ নিয়ে চিন্তা করি নাই। আপনারা অনেকেই এ নিয়া কাজ করেন। তাই আপনাদের মতামত
চাচ্ছি। যদি এটি সত্য হয় তাহলে উবুন্টু ডেভলপার্স এ নিয়ে প্রশ্ন তুলব, যে তারা
ফ্রি বলে কেন নন ফ্রি দিচ্ছে। কিন্তু এর আগে আমার কিছু প্রমান চাই। যা আমার
কাছে এখনই নাই। যদি আপনাদের কাছে থাকে তাহলে শেয়ার করুন।

এই কথাটি ভুলও হতে পারে, আমি কিছুতেই মানতে পারছি না যে উবুন্টুতে শিপমেন্টের
সময় নন ফ্রি কিছু দেয়।

[1] http://en.wikipedia.org/wiki/GNewSense#Limitations
----------------------------------------------------------
Dedicated Linux Forum in Bangladesh <http://goo.gl/238Ck>
2048R/89C932E1 <http://goo.gl/TkP5U>
Volunteer, FOSS Bangladesh <http://fossbd.org/> && Mozilla
Reps<https://wiki.mozilla.org/ReMo>
01611151550


More information about the ubuntu-bd mailing list