[Ubuntu-BD] Its Bangla not Bengali

sagir khan sagir42 at gmail.com
Sat Apr 28 07:13:18 UTC 2012


বিষয়টা আমিও লক্ষ্য করেছি। গত এক বছর যাবতই এই বিষয়টা আমাকে পিরা দিচ্ছে যে
আমার ভাষার নাম বিকৃত ভাবে উচ্চারন করা হচ্ছে। উবুন্টু ইনস্টল দিতে গিয়ে
(১২.০৪) দেখলাম ভারতীয় বাংলা লেখা আর বাংলাদেশ (Bengali) লিখা। এটা আমাকে আরো
বেশী কষ্ট দিয়েছে। নিজের ভাষার এই বিকৃতি মেনে নেওয়া যায় না।
আশা করি অভিজ্ঞজনেরা সঠিক পরামর্শ দিতে পারবেন।

ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list