[Ubuntu-BD] Its Bangla not Bengali

Tanvir Rahman wikitanvir at gmail.com
Sat Apr 28 04:43:23 UTC 2012


আমি Bangla করার পক্ষপাতী। কারণ আমাদের সংবিধানে সরাসরি ইংরেজিতেই বাংলা লেখা
হয়েছে। সংবিধানের প্রথম অংশের তৃতীয় সেকশনের রাষ্ট্রীয় ভাষা অংশে ব্যাপারটি
পরিস্কার করে লেখা আছে।

3. The state language.
The state language of the Republic is Bangla.

তাই বাংলার প্রতি +১। কিন্তু কিভাবে এটা বাংলায় আনা যায় তা জানি না।

তানভির


More information about the ubuntu-bd mailing list