[Ubuntu-BD] উবুন্টু ১১.১০ রিলিজ পার্টি সম্পর্কিত

Md Ashickur Rahman Noor ashickur.noor at gmail.com
Sun Oct 30 18:31:13 UTC 2011


অনেক্ষণ পর একটা কাজের ফিডব্যাক পেলাম। ভুল ত্রুটি গুলো ধরিয়ে দেওয়ার জন্য
ধন্যবাদ।

আয়োজনে সর্বমোট ৬১ জন উপস্থিত ছিলেন।

খাবারের কমেন্টের জন্য ধন্যবাদ। সকালে একজন করল, সেইদিন অনেকেই করেছিলেন।
রাধুঁনিগণ কমেন্ট শুনে খুশি হয়েছেন।

আসলে প্রথম কোন পোগ্রাম আয়োজন করলাম, যেখানে আমার সাহায্য করার মতন পরিচিত
যারা থাকতে পারতেন তারা সবাই ব্যস্ত যদিও অনেকে আমাকে অনলাইনে বিভিন্ন পরামর্শ
দিয়ে সাহায্য করেছেন। বিশেষ করে শাহরিয়ার তারিক ভাই এবং রিং ভাই এর সাথে
সরাসরি কথা বলে আমার অনেক উপকার হয়েছে। কিন্তু তাদের উপরে আমি কোন চাপ দিতে
চাই নাই, আর নতুনদের তেমন চিনতাম না।  তাই আয়োজনের আগে তেমন কোন প্লানিং করা
হয় নাই।


--বাইরের করার কারন আমি আগেও বলেছি, কমিউনিটির বাইরের লোকজন একটু নামটা জানুক।
উবুন্টু বলতে জগতে কিছু আছে, এবং অনেক উৎসুক জনতা এটি দেখেছে। আর একটু ভয়ে
ছিলাম কেমন লোকজন আসবে তাই ওপেন স্পেসে করা এটাও একটা কারন। আগামী আয়োজন বন্ধ
জায়গায় করার চিন্তা করব।

--আমার স্বেচ্ছাসেবক নিয়ে চিন্তা করার সময় ছিল না, চিন্তা ছিল অনিরুদ্ধ, রিং
ভাইয়া, সাহান ভাইয়া, সগীর ভাইয়া এই চার জনকে দিব সাপোর্টের জন্য। কিন্তু আয়োজন
স্থলে সব ওলোটপালোট হয়ে গেল।

--ডিভিডির ব্যপারটি তে আমার ভুল ছিল আমি মেনে নিচ্ছি এবং এর দ্বায়ভার বহন
করছি। মেইলিং লিস্টে একজন বলেছিলেন তিনি আয়োজনে ডিভিডি নিয়ে আসবেন, তার সাথে
ফোনে কথাও হয়, কিন্তু তিনি কোন কারনে আসতে পারেন নাই। আমি যেহেতু আয়োজক ছিলাম
তাই এর দ্বায়ভার আমারই ছিল, তাই আপনাদের আশা পূরন করতে পারি নাই বলে দুঃখিত।

--আমার কাজটি ভুল হয়ে গিয়েছে, আমার উদ্দেশ্য ছিল উবুন্টু বাংলাদেশ লোকো
সম্পর্কে সবাইকে জানানো, কিন্তু আমি সম্পূর্ন রূপে ভুলে গিয়েছিলাম। যা আমার
আয়োজনের সবচেয়ে বড় ব্যর্থতা বলে আমি মনে করি।

আয়োজনের খরচের ব্যপারটি এখনও কেউ জানতে চায় নাই তাই আমিও তেমন গুরুত্ব দেই
নাই।

তাও একটি ছোট্ট খরচ এর হিসাব দেই

কেক= ৩১০০ টাকা
কোমল পানীয় (৭২ পিস)= ৯৩০ টাকা
স্ন্যাক্স (৭০ পিস)= ২৮০০ টাকা
আনুসাঙ্গিক= ২৫০ টাকা

মোট : ৭০৮০ টাকা।

*আগামী আয়োজন আশা করি উবুন্টু বাংলাদেশের পুরাতন এবং নতুন সদস্যদের নিয়ে আরও
দীর্ঘ পরিকল্পনা করে করা হবেম, এই প্রত্যাশা করি। *

অ: ট:

রচনা আকারে লিখে ফেললাম, তাই ক্ষমা চাচ্ছি।
----------------------------------------------------------
Dedicated Linux Forum in
Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
Thank you
Md Ashickur Rahman
Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
01611151550




2011/10/30 Shahriar Tariq <shahriar at linux.org.bd>

> ২৮ অক্টোবর, ২০১১ ৯:৪৬ pm এ তে, Md Ashickur Rahman Noor <
> ashickur.noor at gmail.com> লিখেছে:
>
> > আপনাদের সকলের দোয়ায় এবং সহায়তায় আমার প্রথম আয়োজন করা কোন পোগ্রাম সফল ভাবে
> > অনুষ্ঠিত হল।  আয়োজনের আমার তোলা কিছু ছবি পাবেন
> >
> > আয়োজনে আমার তোলা কিছু ছবি <http://tinyurl.com/urpbdpic>
> >
> > এবং আয়োজন সম্পর্কে আপনার মতামত দিতে পারবেন এখানে<
> > http://tinyurl.com/urpbdfdbk>।
> >
> > আপনার মন্তব্য এবং আপনার তোলা ছবি দিয়ে আমাকে সহায়তা করুন।
> >
>
> দেরীতে মন্তব্য করার জন্য দুঃখিত।
>
> অনুষ্ঠানে গিয়েছিলাম, বরাবরের মতো তরুণদের সমাগম ভালোই লাগে। সবার আগেই যেটা
> বলা দরকার নুরভাই তার স্বল্প বাজেটে স্বল্প সময়ে খুব কম সাহায্য নিয়ে সব
> যেভাবে গুছিয়ে নিয়ে আয়োজন করেছে তা প্রশংসার দাবীদার, যদি আরেকটু সময় নিয়ে
> আরেকটু সবার পরামর্শ নিয়ে আগায় তাহলে পরের অনুষ্ঠানগুলো আরও জটিল হবে। আমি
> আমার দৃষ্টিভঙ্গিতে তুলে ধরি
>
> অনুষ্ঠানের ভালো দিক
>
>   - অনেকদিন পর (প্রায় ১ বছর পর) প্রথম রিলিজ পার্টি
>   - ৩৫+ মানুষের সমাগম হয়েছিলো (সঠিক হিসাব নুর ভাই দিতে পারবেন, আশা করি
>   পাবো হিসাব)।
>   - খাবার দাবার জটিল ছিলো (মানেও যেমন পরিমানেও তেমন) কুডোস
>   - অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে অনেকেই এগিয়ে এসে অনুষ্ঠানে সাহায্য করেছেন
>   হয়তো ভবিষ্যত স্বেচ্ছাসেবক তাদের মাঝ থেকেই পাওয়া সম্ভব
>   - নতুনদের সমস্যার সমাধানে কয়েকজন আন্তরিকভাবে সচেষ্ট ছিলেন
>
>
> অনুষ্ঠানে আরও যা ভালো করা যেতো
>
>   - শুরুতেই বলছিলাম এমন আয়োজন ঘরের ভিতর হলে ভালো, বাইরের লোক সমাগম হলে আপন
>   এলাকা লাগে না
>   - আয়োজকদের স্বেচ্ছাসেবক আমি ২জন কি ৩জন দেখেছি আরও এক দুইজন বেশি হলে ভালো
>   হতো।
>   - মূল আয়োজক নুর অনুষ্ঠানের দিন নির্দিষ্ট দায়িত্ব পালন না করে সবদিকে নজর
>   দিতে গিয়ে আসল দিকে যারা আমন্ত্রিত তাদের সময় দিতে পারেননি।
>   - আড্ডা বলা হলেও তেমন আড্ডা করতে দেখা যায়নি কাউকে, অনেকেই চুপচাপ একা বসে
>   ছিলেন, একজন এ্যাঙ্কর যদি থাকতো যে সবার সাথে এ্যানগেজ করে তাহলে ভালো হয়
>   - মূল অনুষ্ঠানের পরিকল্পনা খাপছাড়া ছিলো, অর্থাৎ অনুষ্ঠানে কিভাবে কি হবে
>   তার পরিকল্পনার অভাব ছিলো।
>   - ডিভিডি এবং টিশার্ট আনা হবে বলা হলেও পরবর্তীতে আয়োজকের সিদ্ধান্তে বাতিল
>   করা হয় যা আগেভাগে সবাইকে জানানো যেতো। (অনেকেই ডিভিডি নিতে আগ্রহী ছিলেন,
> আমি
>   নিজেও নিতে চেয়েছিলাম)
>   - অনুষ্ঠানের উদ্দেশ্য ছিলো সবাইকে একত্রিত করা, সেটাতে কিছুটা সফল হয়েছে,
>   কিন্তু এই অনুষ্ঠানের ফলাফল ঠিক বোধগম্য নয়, যেটা আমি বুঝাতে চাইছি এই
>   অনুষ্ঠান থেকে সামনে কিভাবে এগোনো যেতে পারে তার সমন্বয় থাকার দরকার ছিলো
>   - অনুষ্ঠানের আয়োজকরা বারবার প্রচারণার বিষয় তুলে ধরছিলেন আয়োজনের আগে,
>   কিন্তু অনুষ্ঠানের দিন তেমন কোন প্রচারণার বিষয় দেখা গেলো না, কেউ যদি
> উবুন্টু
>   কমিউনিটি এবং তার সাথে সম্পৃক্ত কিভাবে হওয়া সম্ভব, মায় বর্তমানে প্রচলিত
>   লিনাক্স ফোরাম লিনাক্স দেশ এরও প্রচারণা করা যেতো যার অভাব ছিলো (হয়তো এটা
> কোন
>   প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতা ছাড়া ব্যক্তিগত উদ্যোগে আয়োজিত তাই এই দিকটা নজর
>   দেয়া হয়নি।
>   - সাউন্ড ট্যাকনিক্যাল সাপোর্ট টিমের অভাব। খাপছাড়াভাবে অনেকেই অতিথিদের
>   প্রশ্নের জবাব দিয়েছেন। অনিরুদ্ধ অনেককেই ব্যক্তিগতভাবে সাহায্য করেছে,
> কিন্তু
>   তা যথেষ্ঠ নয় আরও কয়েকজন যদি সাউন্ড ট্যাকনিক্যাল সাপোর্ট মেম্বার গড়ে তোলা
>   যায় তাহলে জটিল হবে।
>
>
> সবার শেষে আমার ব্যক্তিগত একটা প্রশ্ন যেটা আমি ব্যক্তিগত মেইলেও করতে পারতাম
> কিন্তু এখানেই করলাম, আশা করি নুর কিছু মনে করবে না। সেটা হচ্ছে যারা বিভিন্ন
> সময়ে অনুষ্ঠানের জন্য ডোনেশন করেছিলেন তারা জানতে চেতে পারেন মোট কতো টাকা
> ডোনেশন উঠানো হয়েছিলো এবং কোন খাতে কতো খরচ হয়েছিলো। নুরের আয়োজন স্বল্প
> বাজেটে বেশ সাজানো গুছানো ছিলো এই কারণেই জানতে চাওয়া এতে আমরা ভবিষ্যতে একই
> রকমভাবে স্বল্প বাজেটে আয়োজন করতে পারবো।
>
>
> আর আরেকটা বিষয়ে আমি আন্তরিকভাবে মনের গভীর থেকে ক্ষমা চাচ্ছি তা হচ্ছে একজন
> অতিথি তার ল্যাপটপে উইন্ডোজ চালাচ্ছিলেন আমি মজা করে বলেছি "এটা তো হতে পারে
> না এখানে এসব ফালতু জিনিস চালানো যাবে না, বন্ধ করুন বন্ধ করুন" এখন আমার বলার
> ঢং হয়তো ওনার খারাপ লেগেছিলো সাথে সাথে বন্ধ করে দিয়েছিলেন ল্যাপটপ।
> আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়েছি, যদি উনি মেইলিং লিস্টে থাকেন আবারও
> ক্ষমা চেয়ে নিচ্ছি, মজা করতে গিয়ে বিষয়টা যে ওনার মনে কষ্ট দিবে আমি বুঝতে
> পারিনি, আমি খুবই দুঃখিত। একটা জিনিস পরিস্কার করতে চাই আমি উইন্ডোজ বা
> মাইক্রোসফট বিদ্বেসী নই, কেবল তাদের পণ্য ও তাদের বাজারজাতের পদ্ধতি আমার
> অপছন্দ। কেউ তাদের ব্যক্তিগত স্বাধীনতায় উইন্ডোজ ব্যবহার করতেই পারেন আমার
> কিছু বলার নেই।
>
> ছোট করে লিখতে পারি না রে ইতিহাস লিখে ফেললাম।
>> নুর কিছু বইলো ভাই এতো বড় মেইলের যদি কোন জবাব না আসে তাহলে মনে কষ্ট
> রইবে............
>
>
> -
> শাহরিয়ার
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list