[Ubuntu-BD] Avro problem in Mint 11
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Mon Oct 3 11:55:43 UTC 2011
প্রিয় ফজলে রাব্বী
আপনি যেহেতু উবুন্টু ১০.১০ এ scim দিয়ে অভ্র ফোনেটিক লে-আউটে বাংলা লিখতে
পেরেছেন ইতোমধ্যেই, তাই লিনাক্স মিন্ট ১১ তে ওটা না করতে পারার কোনই কারন আমি
দেখছি না।
আপনার বক্তব্য অনুসারে --
১। আপনি scim এবং scim-avro প্যাকেজ দুটো সকল ডিপেন্ডেন্সী সহ সিস্টেমে ইন্সটল
করেছেন।
২। আপনি ল্যাঙ্গয়েজ সাপোর্ট থেকে কী-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim কে বাছাই
করেছেন।
৩। এরপর আপনি সিস্টেমে লগআউট করে লগইন করার পরেও আপনার অভ্র ফোনেটিক কী-বোর্ড
সক্রিয় হচ্ছে না এবং আপনি ব্যবহার করতে পারছেন না।
যদি আমি ঠিকঠাক মতো বুঝে নিয়ে থাকি তো আপনি, আমার দেয়া পরবর্তী নির্দেশনাগুলো
একটু মেনে চলুন।
১। আপনি ল্যাঙ্গয়েজ সাপোর্ট থেকে কী-বোর্ড ইনপুট মেথড হিসেবে scim-bridge কে
বাছাই করুন। তারপর সিস্টেমে লগআউট করুন এবং পুনরায় লগইন করুন।
যদি এরপরেও কাজ না করে তো --
১। মেন্য >> প্রেফারেন্সেস >> scim input method setup চালু করুন
২। এখানে কী-বোর্ড শেয়ারিং টা চালু করে দিন।
৩। কী-বোর্ড ইনপুট লেআউট গুলোর সবগুলোকে ডিজেবল করে অ্যাপ্লাই করে দিন।
৪। এবার শুধুমাত্র বাংলা ভাষা থেকে অভ্রকে বেছে নিন এবং অ্যাপ্লাই করুন।
৫। scim কনফিগারেশন উইন্ডোটি বন্ধ করে দিন এবং পুনরায় সিস্টেমে লগআউট করে লগইন
করুন।
আশা রাখি আপনার সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list