[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন
maSnun
masnun at gmail.com
Wed Nov 23 12:08:09 UTC 2011
এগুলোর জন্য বন্ধ জায়গায় ওয়ার্কশপ না করে স্ক্রীনশটসহ স্টেপ বাই স্টেপ গাইড
তৈরি করলেই বোধহয় বেশী কাজে দিবে । আপনার ওয়ার্কশপে যারা আসবে তারা তো কমবেশী
জানেই কোথায় লিনাক্স কমিউনিটির সাথে ইন্টারএক্ট করা যায় ।
গাইড তৈরি করে নতুন ব্যবহারকারীদের সিডি ডিভিডির সাথে বিনামূল্যে দেওয়া যায় ।
এছাড়া আমরা যখন নতুন কাউকে লিনাক্সে নিয়ে আসি তাকে বুঝিয়ে দেওয়া উচিৎ কোথায়
গেলে কিভাবে সাহায্য পাওয়া যাবে ।
@ নির্ঝর:
প্রোগ্রামিং ওয়ার্কশপ করতে গেলে প্রোগ্রামিং জানে এমন কারো ভলান্টিয়ার হতে হবে
। তুমি রুবি দেখাতে চাও, ভাল লাগল । এরকম কোন আয়োজন হলে আমি অবশ্যই LAMP,
Python আর Mono নিয়ে দেখাতে আগ্রহী ।
--
Abu Ashraf Masnun | +8801711960803 | http://masnun.com <http://masnun.com>
More information about the ubuntu-bd
mailing list