[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের কন্ট্রিবিউশন নিয়ে একদিন

Junayeed Ahnaf Nirjhor zombiegenerator at aol.com
Wed Nov 23 11:57:37 UTC 2011


On 11/23/2011 04:04 PM, Md Ashickur Rahman Noor wrote:
> আলাহামদুলিল্লাহ।
> সাহায্যের হাত বাড়ানোর জন্য ধন্যবাদ।
> ----------------------------------------------------------
> Dedicated Linux Forum in
> Bangladesh<http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
> Thank you
> Md Ashickur Rahman
> 2048R/89C932E1<http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1>
> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
> 01611151550
>
>
>
>
> 2011/11/23 Tanvir Rahman<wikitanvir at gmail.com>
>
>> খারাপ না, আমি আইআরসি ডেমো দিতে আগ্রহী। :)
>>
>> Regards,
>> Tanvir Rahman
>> Wikitanvir on Wikimedia
>>
>>
>>
>> 2011/11/23 Md Ashickur Rahman Noor<ashickur.noor at gmail.com>
>>
>>> আসসালামুয়ালাইকুম
>>>
>>> আশা করি সকলে ভালো আছেন। দেশে ধীরে ধীরে উবুন্টু এবং লিনাক্স মিন্ট
>>> ব্যবহারকারীর সংখ্যা বেড়েই চলেছে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য হলেও সত্য
>> অনেকেই
>>> উবুন্টু এবং এর কমিউনিটি নিয়ে কিছুই জানে না। তাই চিন্তা করছি কমিউনিটিতে
>>> কন্ট্রিবিউশন নিয়ে নতুন ব্যবহারকারীদের জন্য কিছু করব। আপনারা কি বলেন?
>>>
>>> যা চিন্তা করেছি
>>>
>>> মেইলিং লিস্টের ব্যবহার,
>>> IRC এর ব্যবহার,
>>> অনুবাদ প্রকল্পতে কাজ করার উপায়
>>>
>>> এই তিনটি জিনিশ মাথায় আছে। আর কিছু রাখা যায় কিনা একটু জানাবেন। আর কবে এবং
>>> কোথায় করা যায় তাও জানালে খুশি হব।
>>>
>>> আমার ইচ্ছা আগামী মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০শে ডিসেম্বর ২০১১ ইং রোজ শুক্রবার
>>> আয়োজনটি করার।
>>> যেহেতু অন্যদের কাজ করা শিখাবো তাই বন্ধ জায়গায় করতে হবে। এজন্য আমার কিছু
>>> জায়গা পছন্দ হয়েছে। এর মধ্যে একটি হল bdnews24 এর সেমিনার রুম। তাছাড়া কোন
>>> ইউনিভার্সিটিতেও করা যায়। এ সম্পর্কে সকলের মতামত এবং সাহায্য কামনা করছি।
>>>
>>> ----------------------------------------------------------
>>> Dedicated Linux Forum in
>>> Bangladesh<
>>> http://forums.linuxdesh.com/member.php?action=register&referrer=3%20>
>>> Thank you
>>> Md Ashickur Rahman
>>> 2048R/89C932E1<
>>>
>> http://keyserver.ubuntu.com:11371/pks/lookup?op=get&search=0x8518D55289C932E1
>>> Volunteer, Foundation for Open Source Solutions Bangladesh.
>>> 01611151550
>>> --
>>> Ubuntu Bangladesh
>>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>> --
>> Ubuntu Bangladesh
>> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
Why don't we ever arrange any programming seminar? Or at least 
demonstrate some procedure to get started in core linux development? 
GTK/QT or Kernel Development?

Why just translation, IRC or Documentation? Why not on the real deal? I 
can demonstrate various Ruby technique and why Linux is the best Ruby 
platform on that day (Ruby and Rails are my speciality) but , can't we 
collaborate on a project to introduce people with Linux development?

-- 
Junayeed Ahnaf Nirjhor
/Doing this and that/
http://twitter.com/nirjhor


More information about the ubuntu-bd mailing list