[Ubuntu-BD] উবুন্টু ১০.১০ এ কি বাংলা লেখার ক্ষেত্রে অভ্র'তে বিজয় কি বোর্ড প্যাচটা ব্যবহার করা যায়?

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sun Nov 20 09:18:57 UTC 2011


প্রিয় রাহাত

২০ নভেম্বর, ২০১১ ৩:০৯ pm এ তে, Nazmul Hasan Rahat <in.rahat at gmail.com>লিখেছে:

> উবুন্টুতে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায়। এতে ডিফল্ট যেই কি বোর্ড গুলো
> দেয়া আছে তাতে অভ্যস্ত নই। অভ্র'তে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য উইন্ডোজে
> একটা প্যাচ আছে। উবুন্টুতে কি এমন কিছু করা যায়? গেলে কিভাবে?
>

আপনি আইবাস / স্কীম দিয়ে ইউনিজয় লে-আউটে বাংলা লিখতে পারেন। এটা বিজয়ের
কাছাকাছি ডিজাইনের একটা লে-আউট। এজন্যে আপনাকে প্যাকেজ ম্যানেজার থেকে
ibus-m17n অথবা scim-m17n (নিজ পছন্দানুযায়ী) সব ডিপেন্ডেন্সি সহ ইন্সটল ও
কনফিগার করে নিতে হবে।

ধন্যবাদ।
-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা -
২০১১<http://www.fossbd.org/index.php/19-sample-data-articles/joomla/35-professionals>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list