[Ubuntu-BD] উবুন্টু ১০.১০ এ কি বাংলা লেখার ক্ষেত্রে অভ্র'তে বিজয় কি বোর্ড প্যাচটা ব্যবহার করা যায়?
Nazmul Hasan Rahat
in.rahat at gmail.com
Sun Nov 20 09:09:57 UTC 2011
উবুন্টুতে অভ্র ব্যবহার করে বাংলা লেখা যায়। এতে ডিফল্ট যেই কি বোর্ড গুলো
দেয়া আছে তাতে অভ্যস্ত নই। অভ্র'তে বিজয় কিবোর্ড ব্যবহার করার জন্য উইন্ডোজে
একটা প্যাচ আছে। উবুন্টুতে কি এমন কিছু করা যায়? গেলে কিভাবে?
More information about the ubuntu-bd
mailing list