[Ubuntu-BD] So, what's yuor take on 11.10?

sagir khan sagir42 at gmail.com
Thu Nov 3 07:52:43 UTC 2011


অনেকের কাছেই উবুন্টুর ল্যাপটপ সমস্যা দেখলাম। এখন পর্যন্ত সমাধান হয়েছে বলে
দেখলমা না।

২ নভেম্বর, ২০১১ ৭:২৫ pm এ তে, Md. Enzam Hossain <meenzam at gmail.com> লিখেছে:

> ঠিক এটা ব্যবহার করিনি, কিন্তু এরকমই অন্য একটা ব্যবহার করেছিলাম যা প্রসেসরকে
> তার মিনিমাম clock speed এ নিয়ে আসে, কিন্তু তারপরও ১.৫ ঘন্টাই থাকে।
>
> --Enzam
>
>
> 2011/11/2 Tareq Hasan <tareq1988 at gmail.com>
>
> > @ইনজাম, জুপিটার<
> >
> http://www.webupd8.org/2010/07/jupiter-ubuntu-ppa-hardware-and-power.html
> > >কি
> > ট্রাই করেছেন? আমি ঠিক জানিনা এটা কতটা সাহায্য করবে, ট্রাই করে দেখতে
> > পারেন।
> > --------------------------------------------
> > Best regards
> > Tareq Hasan
> > Blog <http://tareq.wedevs.com> | Twitter <http://twitter.com/tareq_cse>
> >
> >
> >
> > 2011/11/2 Md. Enzam Hossain <meenzam at gmail.com>
> >
> > > শুভেচ্ছা সবাইকে।
> > > আচ্ছা কেউ কি আমার ল্যাপটপের ব্যাটারী সমস্যার একটু সমাধান দিতে পারবেন?
> > > ব্যাটারী দিয়ে ১১.১০ তে মাত্র ১ ঘন্টা চলে যেখানে উইন্ডোজ প্রায় ৫/৫:৩০
> > ঘন্টা
> > > চলে।
> > > প্রসেসর Intel Sandy Bridge, আমি ১১.০৪ এও প্রায় ১.৫ ঘন্টা চলে, পুরানো
> > > কার্ণেল সেটআপ দিয়েও লাভ হয় নি।
> > > কারো কি এই সমস্যা হচ্ছে? কেউ সমাধান দিলে বড় বেশি উপকৃত হব, এই সমস্যার
> > কারণে
> > > লিনাক্স ব্যবহারই বাদ দিতে হয়েছে :-( ।
> > >
> > > --Enzam
> > >
> > >
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>



-- 
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
‌‍‍✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________


More information about the ubuntu-bd mailing list