[Ubuntu-BD] লিনাক্স জরিপ, ২০১১

সাজেদুর রহিম জোয়ারদার toshazed at gmail.com
Sat May 21 08:30:53 UTC 2011


২১ মে, ২০১১ ১:৪৪ pm এ তে, shiplu <shiplu.net at gmail.com> লিখেছে:

> তাদের কি ইমেইল এড্রেস আছে? থাকলে তাদেরকে ইমেইল করে লিঙ্কটা পাঠিয়ে দিন। যদি
> ফরম পূরন করতে পারে তাহলে তো হলই।
> কিন্তু যদি ফরম পূরন করার মত না হয় তাহলে তারটা পূরন করতে পারেন।
>

ঠিক তাই। তথ্যগুলো যেনো কোনক্রমেই কারো বিনা অনুমতিতে যুক্ত করা না হয় সেটা
নিশ্চিত করতে হবে। আমি আমার মুরুব্বী এবং গন্যমান্য কয়েকজন ওপেন সোর্স প্রেমীকে
এখানে ফর্ম পূরণ করতে বলায় তাঁরা তো ক্ষেপেই আগুন। কিন্তু ওনাদের তথ্য এখানে
যুক্ত হলে আর ওনারা এই জরিপের বিষয়টা আরো প্রচার করলে আমরা আরো বেশী তথ্য পেতে
পারতাম।

একটা সময় স্টলম্যানের এই ওপেন সোর্সের জগৎ "সৃষ্টি"র বিষয়টা ছিলো "পাগলের
প্রলাপ"। আর আজ সেই প্রলাপ বকছে তাবৎ বিশ্ব। আজ আমাদের এই জরিপ কে কেউ কেউ ভালো
চোখে দেখছে না, অসুবিধা নাই। সময়ের স্রোতেই, নিজ তাগিদে, একসময় তথ্য দিতে চলে
আসবেন ওনারা কোন একদিন সেই প্রত্যাশায় রইলাম।

যাই হোক আমাদের মনে রাখাটা জরুরী যে কবিগুরু বলেছিলেন -- "যদি তোর ডাক শুনে কেউ
না আসে তবে একলা চলো রে।"

-- 
রিং
+8801671411437

মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ

প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>


More information about the ubuntu-bd mailing list