[Ubuntu-BD] লিনাক্স জরিপ, ২০১১
shiplu
shiplu.net at gmail.com
Sat May 21 07:44:23 UTC 2011
2011/5/21 Md Ashickur Rahman Noor <ashickur.noor at gmail.com>
> আমি অনেক জানালা প্রেমীদের উবুন্টু দিয়েছি। কিন্তু তারা মেইলিং লিস্ট ফোরামিং
> এবং টুইটার থেকে বাইরে। আর আমি ফেসবুক চালাই না। তাদের তথ্য কি আমি দিতে পারব?
তাদের কি ইমেইল এড্রেস আছে? থাকলে তাদেরকে ইমেইল করে লিঙ্কটা পাঠিয়ে দিন। যদি
ফরম পূরন করতে পারে তাহলে তো হলই।
কিন্তু যদি ফরম পূরন করার মত না হয় তাহলে তারটা পূরন করতে পারেন।
উদাহরণস্বরুপ, আমার ভাই আমার সাথে কোন ভাবেই টুইটার বা ফেসবুকে কানেক্টেড না।
কিন্তু আমি তাকে মেইল করেছি। সে এটা পূরণ করে পাঠাবে।
এটা ছাড়া আমার সকল ভাগ্নে ভাগ্নী লিনাক্স ইউজ করে। ওরা ফরম পূরণ করতে পারবে না।
তাই আমি পূরন করছি।
আমি আমার বাবার হয়েও ফরম পূরন করছি।
> --
>
Shiplu Mokadd.im
My talks, http://talk.cmyweb.net
Follow me, http://twitter.com/shiplu
Innovation distinguishes between follower and leader
More information about the ubuntu-bd
mailing list