[Ubuntu-BD] আগামীকাল কে কে আসছেন?

Aniruddha Adhikary aniruddha at adhikary.net
Tue May 17 08:24:04 UTC 2011


হুমম, ভাবছিলাম আসব কিন্তু বৃষ্টি বাবা মনে হয় রাজি নন।

2011/5/17 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>:
> রবীন্দ্র সরোবর মঞ্চ, বর্তমান ঢাকার সুপরিচিত স্থান হবার পরেও এই স্থানের
> অবস্থান নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে। আর তাই সবার জন্য এখানে
> আসার একটা নির্দেশনা দেবার চেষ্টা চালাচ্ছি।
>
> ১। আপনি ঢাকার যে প্রান্ত থেকেই আসুন না কেন মিরপুর-আজিমপুর রোডে কলাবাগান
> বাসস্ট্যান্ডে এসে নামুন।
> ২। রিক্সা কিংবা পদব্রজে চলে আসুন ধানমন্ডি ৮ নম্বর ব্রীজের উপরে। ব্রীজ থেকে
> ডানে বায়ে তাকিয়ে দেখুন একটা প্রসেনিয়াম মঞ্চ দেখতে পাবেন। এটাই রবীন্দ্র সরোবর
> মঞ্চ।
> ৩। আমাদের আজকের আড্ডাস্থলে পৌঁছুবার পর আমাদের কে খুঁজে না পেলে আমাকে অথবা
> নূর কে মুঠোফোনে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।
>
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd



-- 
বাংলাদেশী একমাত্র ডেডিকেটেড লিনাক্স সম্পর্কিত
ফোরাম<http://forums.linuxdesh.com/>


More information about the ubuntu-bd mailing list