[Ubuntu-BD] আগামীকাল কে কে আসছেন?
সাজেদুর রহিম জোয়ারদার
toshazed at gmail.com
Tue May 17 01:57:46 UTC 2011
রবীন্দ্র সরোবর মঞ্চ, বর্তমান ঢাকার সুপরিচিত স্থান হবার পরেও এই স্থানের
অবস্থান নিয়ে অনেকেরই মনে দ্বন্দ্ব পরিলক্ষিত হচ্ছে। আর তাই সবার জন্য এখানে
আসার একটা নির্দেশনা দেবার চেষ্টা চালাচ্ছি।
১। আপনি ঢাকার যে প্রান্ত থেকেই আসুন না কেন মিরপুর-আজিমপুর রোডে কলাবাগান
বাসস্ট্যান্ডে এসে নামুন।
২। রিক্সা কিংবা পদব্রজে চলে আসুন ধানমন্ডি ৮ নম্বর ব্রীজের উপরে। ব্রীজ থেকে
ডানে বায়ে তাকিয়ে দেখুন একটা প্রসেনিয়াম মঞ্চ দেখতে পাবেন। এটাই রবীন্দ্র সরোবর
মঞ্চ।
৩। আমাদের আজকের আড্ডাস্থলে পৌঁছুবার পর আমাদের কে খুঁজে না পেলে আমাকে অথবা
নূর কে মুঠোফোনে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।
--
রিং
+8801671411437
মহাসচিব
ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event>"
।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
সদস্য, উবুন্টু
বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
More information about the ubuntu-bd
mailing list