[Ubuntu-BD] উবুন্টুতে .tar.bz2 ফাইল ইনস্টল করবো কি করে?

Shabab Mustafa shabab at linux.org.bd
Thu May 12 18:54:13 UTC 2011


ভাল কথা, বলতে মনে নেই, আপনি চাইলে এটা স্পেসিফিক্যালি আবার রিমুভও করে পারবেন।


sudo apt-get remove firefox-3.6-installer
এই কমান্ড দিলে শুধু নতুন ইন্সটল করা ভার্সনটিই রিমুভ হয়ে যাবে। মূল
ইন্সটলেশনের অক্ষত থাকবে।

প্রতিবার চালু করার সময় ব্রাউজার ডিফল্ট করে চাইবার মেসেজ দেখানো বন্ধ করার
জন্য মেসেজে Always check for default browser লেখা চেকবক্সটি আনচেক করে দিন।
তাহলেই আর প্রতিবার মেসেজ দেখাবে না।

---
Shabab Mustafa
Liaison Person
Ubuntu Bangladesh
https://wiki.ubuntu.com/Shabab


2011/5/13 Shabab Mustafa <shabab at linux.org.bd>

> @সগীর,
>
> অন্য একটা প্রজেক্টের জন্য কিছু কাজ করছি। ভাবলাম সেটার একটা অংশ কিছুটা টুইক
> করে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করা যাক।
>
> এখানে দুটো ইন্সটলার প্যাকেজ পাবেন। এই ইন্সটলার দুটোর কাজ হচ্ছে নেট থেকে
> ফায়ারফক্সের tar.bz2 নামিয়ে যাওয়ামত এক্সট্রাক্ট করা এবং Applicatoins >
> Intertent  এ মেনু এন্ট্রি তৈরি করা। এতে একটা বড় সুবিধা হচ্ছে আপনি
> ফায়ারফক্সের দুটো ভার্সন পাশাপাশি ব্যবহার করতে পারবেন।
>
> ইন্সটলারগুলো একেবারে প্রাইমারি পর্যায়ের। খুব আহামরি কিছু আশা না করাই ভাল।
>
> লিংক:
> ১.
> http://blog.shababmustafa.net/download/firefox-3.6-installer_0.1b_all.deb
> ২.
> http://blog.shababmustafa.net/download/firefox-4.0-installer_0.1b_all.deb
>
> আপনি প্রথম ফাইলটা ডাউনলোড করে ডাবল ক্লিক করে ইন্সটল করুন।
>
> ---
> Shabab Mustafa
> Liaison Person
> Ubuntu Bangladesh
> https://wiki.ubuntu.com/Shabab
>
>


More information about the ubuntu-bd mailing list