[Ubuntu-BD] উবুন্টু ব্যবহারকারীদের উবুন্টুবাজ গ্রুপে যোগ দিতে আহ্বান করছি।
sagir khan
sagir42 at gmail.com
Wed May 11 15:08:16 UTC 2011
প্রিয় উবুন্টু ব্যবহারকারীরা
আমি যখন এক বছর আগে উবুন্টুতে আসলাম তখন আমার উৎসাহ আর দেখে কে? আমি নিজে যেন
উবুন্টুর ব্রান্ড এম্বাসেডর হয়ে গেলাম। যাকে পাই তাকেই উবুন্টুর কথা বলি।
বন্ধুদের কান ঝালাপালা করে দিলা। তাদের কাছে আমার একটাই দাবি। আস সবাই মিলে
উবুন্টু ব্যবহার করি। সবাইকে উৎসাহ দিতে খুলে ফেললাম
উবুন্টুবাজ<http://www.facebook.com/home.php?sk=group_170310323001083>নামে
একটি গ্রুপ। আহ্বান করলাম উবুন্টু ব্যবহারের। কিন্তু এক বছরে আমি ছাড়া আর
কাওকেই আমি উবুন্টু ব্যবহার করাতে পারিনি। এই আমার ব্যর্থতা।
তাই চিন্তা করলাম শুধু বন্ধুদের নয় এখন সব উবুন্টু ব্যবহাকারীকে আমি এই গ্রুপে
যুক্ত করবো। এতে করে একটি লাভ হবে। কতজন আমরা উবুন্টু ব্যবহার করছি তার একটি
আনঅফিসিয়াল হিসাব থাকবে আমার সমস্যায় পড়বে সাহায্য পাওয়া যাবে।
এই গ্রুপ খোলার পেছনে আর একটি বিষয় কাজ করেছিল। যারা উবুন্টু ব্যবহার করে তাদের
খুজে বের করা এবং কে কার কাছের এলাকায় থাকে তা খুজে দেখা যাতে করে নতুনরা আরো
বেশি উৎসাহ পায় কাছের মানুষকে দেখে এবং সমস্যায় পড়লে তার সাথে সরাসরি দেখা করতে
পারে।
আশা করি সকল উবুন্টু ব্যবহারকারিরা আমার এই ক্ষুদ্র প্রয়াসে অংশগ্রহণ করবে।
উবুন্টুবাজ <http://www.facebook.com/home.php?sk=group_170310323001083>
--
ধন্যবাদ
সগীর হোসাইন খান
_______________________________________________________________
✽ ✽ ✽ দেশকে পরিবর্তন করতে চাইলে সবার আগে নিজেকে পরিবর্তন করতে হবে। ✽ ✽ ✽
_______________________________________________________________
More information about the ubuntu-bd
mailing list