[Ubuntu-BD] তথ্য শেয়ারিং

Anupam anupam.047 at gmail.com
Sun May 8 05:12:52 UTC 2011


বয়স এর জন্য একটা নতুবা ফিল্ড দিলে কেমন হয় স্পিনার ও হতে পারে
১-১৫
১৫-২০
২০-২৫......
তাহলে কোন বয়স এর ইউজাররা বেশী ব্যবহার করছে সেটাও বোঝা যেত।

অনুপম

2011/5/8 Miah M. Hussainuzzaman <mmhzaman at gmail.com>

> শিপলুর কোন সাড়াশব্দ নাই কেন? :(
>
> আমার তৈরী করা ফর্মটা অবশেষে কাজ করছে।
> *http://tinyurl.com/BDLinuxUser* <http://tinyurl.com/BDLinuxUser>
>
> @অনুপম
> ৬৪ জেলার নাম দিতেই দফারফা। এর সাথে থানা দিলে অবস্থা শেষ হয়ে যাবে। এই
> ফিল্ডগুলো আমি সবসময়ই স্পিনারে রাখতে চাই। নতুবা লেখার ফিল্ড দিলে একেকজন একই
> জায়গার নামে বিভিন্ন বানান লিখবে, কেউ ইংরেজিতে কেউ বাংলায় লিখবে .... ফলে
> পরবর্তীতে ওখান থেকে দ্রুত অটোমেটিক sorting করা সম্ভব হবে না।
>
> তাই আপাতত জেলা দিয়ে সর্ট করে তারপর ম্যানুয়ালি ঠিকানা দেখতে হবে। ওখানে থানা
> থাকবে। তবে আরেকটা ফিল্ড যোগ করা কোন ব্যাপার না যেখানে টাইপ করে লিখবে --
> কিন্তু সেই সমস্যা থেকে যাবে; অবশ্য ম্যানুয়ালী সর্ট করাটা ঠিকানার চেয়ে একটু
> সহজ হবে।
>
> আরো কয়েকটা মতামতের জন্য অপেক্ষা করি।
>
> গৌতমের মতামত এবং শিপলুরটা দেখে এখানেও একটা মন্তব্য ঘর যোগ করি যেখানে কেউ
> চাইলে সমস্যাগুলোও লিখতে পারবে।
>
> এই ফাইলটা যে কেউ দেখতে পারা উচিত। তাই এর ঠিকানা দিলাম:
>
>
> কে কে এডিট করার গুরুদায়িত্ব নিতে চান হাত তুলেন। আমি শিপলু আর মেহদী ভাইকে
> এডিটের অপশন পাঠিয়ে দিচ্ছি।
>
> - শামীম
> Mobile phone: +8801731 216 486
> Homepage <http://sites.google.com/site/mmhzaman/home> ; ব্লগসমূহ: পরিবেশ
> প্রকৌশলীর প্যাচাল <http://hussainuzzaman2.blogspot.com/> ; খিচুড়ী
> ব্লগ<http://hussainuzzaman.blogspot.com/>;
> সচলায়তন <http://www.sachalayatan.com/hussainuzzaman>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list