[Ubuntu-BD] দুটো কম্পিউটারে একই সফটওয়্যার সেটাপ দিব কিভাবে?
maSnun
mailbox at masnun.me
Mon Jun 27 02:04:51 UTC 2011
প্রথমে রিং ভাইয়ের দেখানো পদ্ধতিতে ফাইলগুলো এক পিসির /var/cache/apt/archives
থেকে কপি করে নিন যে কোন মিডিয়ায় ।
এবার আপনার হোম ফোল্ডারের ভিতর একটি ফোল্ডার করুন - ধরুন এটার নাম দিলেন
"soft"
এবার এই ফোল্ডারে প্যাকেজ গুলো পেস্ট করুন । টার্মিনাল খুলুন । টাইপ করুনঃ
cd soft
sudo dpkg -i *.deb
আশা করি রুট প্রিভিলেজ নিয়ে সিস্টেম ফাইল নিয়ে নাড়া চাড়া করার প্রয়োজন হবে না ।
রুটমোডে ফাইল এক্সপ্লোরার না চালানোই ভাল । সামান্য ভুলে অনেক কিছু ঘটতে পারে ।
2011/6/27 Sazzad Hossain <sazzadais at gmail.com>
> APTCD নামের একটি software আছে। খুবই কম size to download.
> আমি এটা ব্যবহার করি। আপনার সব installed software এটা দিয়ে CD/DVD তে write
> করে আপনার বন্ধুর PC তে install করতে পারবেন।
>
> 2011/6/27 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>
>
> > প্রিয় হাবীব কবির
> >
> > ২৭ জুন, ২০১১ ২:৪৯ am এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com
> > >লিখেছে:
> >
> > > ................এজন্যে আপনাকে রুটমুডে ফাইল ব্রাউজারকে চালু করতে হবে।
> > এজন্য
> > > টার্মিনালে কমান্ড দিন --
> > >
> > > sudo nautilus
> > >
> > > পাসওয়ার্ড চাইলে সিস্টেম ইউজারের পাসওয়ার্ড দিয়ে দিন।
> > >
> >
> > ভাই এখানে বিরাট একটা ভুল করে ফেলেছি। কেডিই ডেক্সটপ পরিবেশের ফাইল
> > ব্যবস্থাপনা
> > করে থাকে 'ডলফিন'। আর 'নটিলাস' হলো গ্নোম ডেক্সটপ পরিবেশের ফাইল ব্যবস্থাপক।
> > আমি এখানে যেটা লিখেছি সেটা কেডিই তে কাজ করবেনা। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য
> > ক্ষমাপ্রার্থী।
> >
> > আপনাকে যা করতে হবে তা হলো open_as_root.desktop নামের ফাইল
> > ~/.kde/share/kde4/services/ServiceMenus এর ভেতরে তৈরী করা। এখানে ~ দিয়ে
> > আপনার ব্যবহারকারীর হোম ফোল্ডারকে বোঝানো হয়েছে। এরপর ফাইলটা ওপেন করে নিচের
> > কোডটুকু ওটার ভেতরে প্রতিলেপন করে ফাইলটি সংরক্ষন করে বন্ধ করে দিন।
> >
> > [Desktop Entry]
> > Type=Service
> > Icon=dolphin
> > Actions=OpenAsRoot
> > ServiceTypes=KonqPopupMenu/Plugin,inode/directory,inode/directory-locked
> >
> > [Desktop Action OpenAsRoot]
> > Exec=kdesu dolphin %U
> > Icon=dolphin
> > Name=Open as Root
> >
> >
> > এরপর একবার লগঅফ করে লগইন করুন।
> >
> > ইনশাল্লাহ এরপর থেকে প্রতিটা ফোল্ডরের উপরে রাইট ক্লিক মেন্যুতে Open as
> Root
> > নামে একটা এন্ট্রি পাবেন। ওটাতে ক্লিক করলেই যে কোন ফোল্ডারকে রুট মুডে ওপেন
> > করতে পারবেন।
> >
> > ধন্যবাদ।
> > --
> > রিং
> > +8801671411437
> >
> > মহাসচিব
> > ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
> >
> > প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <
> http://fossbd.org/index.php/event
> > >"
> > ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/>
> ।।
> > সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> > সদস্য, উবুন্টু
> > বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> > --
> > Ubuntu Bangladesh
> > https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
> >
>
>
>
> --
> Sazzad Hossain
> https://www.moneybookers.com/app/?rid=19852903
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list