[Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।
maSnun
mailbox at masnun.me
Sun Jun 26 15:30:19 UTC 2011
মেহেদী ভাইয়ের সাথে পুরোপুরি একমত । যদি উইন্ডোজে চলে তাহলে লিনাক্সেও চলবে ।
দরকার শুধু ড্রাইভারের। আপনি আপনার কার্ডের মডেল গুগলে সার্চ করে দেখুন কোন
সমাধান পান কিনা। না পেলে উবুন্টু ফোরামে (ubuntuforums.org) এ পোস্ট করে দেখুন
। তাও না হলে এগুলো উবুন্টুর ডেভেলপার টীমকে জানান বা লঞ্চপ্যাডে রিপোর্ট করূন
। থেমে যাবেন না । আর গুগলের সহায়তা নিন প্রচুর । এই মেইলিং লিস্টে আমরা অল্প
কয়েকজন মানুষের অবদান আছে । গুগলে আছে হাজার হাজার মানুষের অবদান । তাই যে কোন
সমস্যা ফোরাম বা মেইলিং লিস্ট এ পোস্ট করার আগে একটু গুগলে খুজে নিলে অনেক কাজে
দেয় ।
2011/6/26 ZM.Mehdi Hassan <mehdi680 at gmail.com>
> সগীর ভাই
>
> আপনার উপর শান্তি বর্ষিত হোক
>
> আপনি এবার থামবেননা। টিভি কার্ডের সমস্যা সমাধান করেই ছাড়বেন। লিনাক্সে কিছু
> সমস্যা অনেকদিন থেকে অমিমাংসিত থেকে যাচ্ছে। বার বার বলা হচ্ছে, ওমুক মাল
> একেবারে রদ্দি। কিন্তু ওই রদ্দি মাল ঠিকই জানালায় চলছে। অবশ্য এটা স্বিকার করি
> এক সময লিনাক্সে অনেক বেশী সমস্যা ছিল। যা আস্তে আস্তে দুরিভুত হয়েছে। এক সময়
> মেসিন সহসা বন্ধ হলে পুনরায় পিসি চালানো ছিল দুরহ। কত কারিসমা করে চালাতে হত।
> এখন আমার পিসিতে ৩ মাস ইউপি এস নাই। প্রতিদিনই বার বার হঠাৎ করে বন্ধ হচ্ছে
> (বিদ্যুতের জন্য) । ফাইল সিস্টেম est4। যাক।
>
> এখন লিনাক্সে চলেনা এমন অমিমাংসিত কাজ গুলো নিম্নরুপ.......
>
> ১। সিসিটিভি সিস্টেম
> ২। টিভি কার্ড
> ৩। ডঙ্গল (বাংলা লায়ন)
> ০৪। কিছু প্রিন্টার (যেমন canon ip1300)
> ০৫। স্ক্রিন রিড়ার (অন্ধদের জন্য) ইত্যাদি।
>
> নতুন করে কেউকি আবার চেস্টা শুরু করবেন? ধন্যবাদ।
>
>
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list