[Ubuntu-BD] উবুন্টুতে avertv go 007 fm tv card কিভাবে চালাবো।

ZM.Mehdi Hassan mehdi680 at gmail.com
Sun Jun 26 15:24:28 UTC 2011


সগীর ভাই

আপনার উপর শান্তি বর্ষিত হোক

আপনি এবার থামবেননা। টিভি কার্ডের সমস্যা সমাধান করেই ছাড়বেন। লিনাক্সে কিছু
সমস্যা অনেকদিন থেকে অমিমাংসিত থেকে যাচ্ছে। বার বার বলা হচ্ছে, ওমুক মাল
একেবারে রদ্দি। কিন্তু ওই রদ্দি মাল ঠিকই জানালায় চলছে। অবশ্য এটা স্বিকার করি
এক সময লিনাক্সে অনেক বেশী সমস্যা ছিল। যা আস্তে আস্তে দুরিভুত হয়েছে। এক সময়
মেসিন সহসা বন্ধ হলে পুনরায় পিসি চালানো ছিল দুরহ। কত কারিসমা করে চালাতে হত।
এখন আমার পিসিতে ৩ মাস ইউপি এস নাই। প্রতিদিনই বার বার হঠাৎ করে বন্ধ হচ্ছে
(বিদ্যুতের জন্য) । ফাইল সিস্টেম est4। যাক।

এখন লিনাক্সে চলেনা এমন অমিমাংসিত কাজ গুলো নিম্নরুপ.......

১। সিসিটিভি সিস্টেম
২। টিভি কার্ড
৩। ডঙ্গল (বাংলা লায়ন)
০৪। কিছু প্রিন্টার (যেমন canon ip1300)
০৫। স্ক্রিন রিড়ার (অন্ধদের জন্য) ইত্যাদি।

নতুন করে কেউকি আবার চেস্টা শুরু করবেন? ধন্যবাদ।

-- 
শ্যামলিমা
+8801678702533


More information about the ubuntu-bd mailing list