[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা
maSnun
mailbox at masnun.me
Sat Jun 25 12:28:53 UTC 2011
> প্রিয় মাসনূন তুমি বোধহয় আমার এই থ্রেডে আমার দেয়া দ্বিতীয় মেইলটা পড়তেই ভুলে
> গিয়েছো। যেখানে শাবাবের প্রশ্নের জবাবে আমি লিখেছিলাম।
>
আমি উবুন্টু বিডির আর্কাইভ থেকে মেইল গুলো বাই থ্রেড সর্ট করে কোট করেছিলাম।
আমি আপনার এই মেইলটি সেখানে পাইনি । আপনি কি একটু কষ্ট করে দেখবেন ওটা ওখানে
আছে কিনা?
যদি এটা ওখানে থেকে থাকে তাহলে আমার দেখার ভুল হয়েছে । সেক্ষেত্রে আমি
ক্ষমাপ্রার্থী । তবে যদি ওখানে এটি না থাকে তাহলে ঘটনা আরো পেচিয়ে যাচ্ছে ।
https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/thread.htm
একটু কষ্ট করে দেখে জানান বা লিঙ্ক দিন ।
--
***Abu Ashraf Masnun | Web Application Engineer | http://masnun.com**
*
More information about the ubuntu-bd
mailing list