[Ubuntu-BD] [অফটপিকের] না পাওয়া ইমেইল বিষয়ক আলোচনা

Tiger Jalil tigerjalil at gmail.com
Sat Jun 25 11:08:10 UTC 2011


পিপল লেট ইট গো।

2011/6/25 সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com>

> প্রিয় মাসনূন
>
> ২৫ জুন, ২০১১ ১২:২২ pm এ তে, maSnun <mailbox at masnun.me> লিখেছে:
>
> > আচ্ছা এবার আমরা একটু পুরোনো থ্রেডগুলোর দিকে তাকাই । শাবাব ভাই এই থ্রেডে
> তার
> > প্রথম দিককার (সম্ভবত ৩য়) মেইলেই পোস্ট একনলেজমেন্ট চান । সেই সাথে তিনি
> > ডেলিভারি ফেইলিউর নোটিশের কথাও জানতে চান । তিনি লেখেনঃ
> >
> > আর আপনি পোস্ট অ্যাকনলেজমেন্ট মেইল পেয়েছেন কিনা সেটা এখন পর্যন্ত জানান নি।
> > আর
> > > ফুল হেডারও পাঠাননি। স্মল হেডার যেটা আগে দিয়েছেন সেটাতে যে তথ্য আছে সেটা
> > যথেষ্ট নয়। ওই তথ্য দিয়ে খুঁজে আপনার মেইলের দেখা পাওয়া যায় নি সেটা তো আগেই
> > বলেছি। আরো চেক করে দেখুন যে গুগল আপনাকে কোন মেইল ডেলিভারি ফেইলিউর নোটিশ
> > দিয়েছে কিনা।
> >
> > > সূত্রঃ
> https://lists.ubuntu.com/archives/ubuntu-bd/2011-June/009257.html
> >
>
> প্রিয় মাসনূন তুমি বোধহয় আমার এই থ্রেডে আমার দেয়া দ্বিতীয় মেইলটা পড়তেই ভুলে
> গিয়েছো। যেখানে শাবাবের প্রশ্নের জবাবে আমি লিখেছিলাম।
>
> ২৪ জুন, ২০১১ ১:২০ pm এ তে, সাজেদুর রহিম জোয়ারদার <toshazed at gmail.com
> >লিখেছে:
>
> > প্রিয় শাবাব
> > ২৪ জুন, ২০১১ ১:১০ am এ তে, Shabab Mustafa <shabab at linux.org.bd> লিখেছে:
> >
> >> @ রিং,
> >> ভাই, বিরাট বড় আবেগপূর্ণ মেইল তো পেলাম, কিন্তু টেকনিক্যালি যে সাহায্যটা
> >> চেয়েছিলাম সেটা কিন্তু পেলাম না। আপনি যদি পোস্ট একনলেজমেন্ট মেইলটা না
> পেয়ে
> >> থাকেন তাহলেই আপনার বুঝে ফেলার কথা যে আপনার মেইলটা লিস্টের কেউ পায় নি,
> তাই
> >> না?
> >
> >
> > আমার কাছে পোষ্ট একনলেজমেন্ট মেইল আসে না আর এই দুটো মেইলের আগে গত দু'মাসে
> > কোন মেসেজই  লিস্টে মিস করে নাই।
> >
>
> এরপরেই আমি "ডেলিভারি ফেইলিউর নোটিশ"র বিষয়ে স্পষ্টতই জানিয়ে দিই যে এটা আমি
> এই
> দুটো মেইলের ব্যাপারে ওরকম কিছুই পাই নি।
>
> রিং ভাইয়া বলতে চাইছেন আমি আপনাকে পেচিয়ে কথা বলেছি । আপনিই মেইল আর্কাইভ দেখে
> > নিন কখন আপনার কাছে একনলেজমেন্ট চাওয়া হয়েছে আর আপনি কি উত্তর দিয়েছেন আর
> আসল
> > উত্তর কখন দিয়েছেন। আপনাকে বোকা বা অসতর্ক আমার প্রমান করার জন্য আমাকে
> দরকার
> > নেই।
>
>
> বুঝে নিন, ভুলটা কার, কখন, কিভাবে কোথায়? আর যদি ভুল না মনে করেন তাহলে তো
> বলতেই হচ্ছে এটা ইচ্ছেকৃত করা এবং দুরভীসন্ধিমূলক।
>
>
> > ব্যাটম্যান মুভির একটা জনপ্রিয় ডায়ালগ আছে - "It's not who I am underneath,
> > what I do that defines me". আপনি চালাক না বোকা, সতর্ক না অসতর্ক তা আপনার
> > কর্মকান্ডই তুলে ধরবে। আমি যে কথাটি বলেছিলাম তা সরল মনেই বলেছিলাম । আপনি
> > সারাদিন ব্যস্ত থাকেন। উবুন্টু বিডি মেইলিং লিস্ট ছাড়াও অনেক মেইলিং লিস্টের
> > সদস্য (উবুন্টুর মূল সাপোর্ট টিম সহ)। এগুলোতে সবসময়ই অজস্র মেইল আসে। তাই
> কিছু
> > জিনিস না খেয়াল করাই স্বাভাবিক। আমরা কেউই দেবতা বা দেবতার কোন রূপ নই যে
> > আমাদের ভুল হবে না। এই চিন্তাধারা থেকেই কথাটি লিখেছিলাম। আপনি যদি কষ্ট
> পেয়ে
> > থাকেন তবে ছোট হিসেবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইল।
> >
>
> প্রথমে আপনার মেইলগুলোকে সহজভাবেই নিচ্ছিলাম। কিন্তু যখনই হুটহাট করেই আমার
> কথা
> কোট করা শুরু করলেন এবং সেগুলো সঠিকভাবে না করে শুধুমাত্রই আমার দেয়া জবাব
> গুলো
> কে খুঁটিয়ে খুঁটিয়ে ভুল প্রমানের জন্য তখনই আমি কথাটা উচ্চারনে বাধ্য হয়েছি।
> আমি স্বীকার করি আমি মানুষ এবং আমজনতার চাইতে একটু বেশীই বেখায়ালি, তবে সেগুলো
> তথ্য ও প্রযুক্তি জগতের বাইরে বিষয়গুলোতে। এই জগতটা আমার জীবনের সাথে
> ওতোপ্রতোভাবে জড়ানো জগৎ। আর তাই এখানে ভুল বা সামান্য অসর্তকা মানেই নিজের
> ভালোবাসার অপমৃত্যুকে ডেকে আনা।
>
> আমি সবসময়েই মনে করি এবং নিজেকে নিজে বলতেই থাকি যে,"ভুল গুলো যেনো দ্রুতই
> শুধরে নেয়া যায় সে চেষ্টায় রত হও।" তবে যে ভুল আমি করিনি সেটাকে জোর করে ভুল
> প্রমানের চেষ্টা কিংবা অপপ্রচেষ্টা এর যে কোনটাই আমার কাছে ক্ষমার অযোগ্য এবং
> গর্হিত অপরাধ। আশা করি এরপর নিজের দৃষ্টি / মনের ভুল / বেখেয়াল জনিত
> ত্রুটি/বিচ্যুতি অন্যের উপরে জোর করে চাপাবার চেষ্টা করবেন না।
>
> ধন্যবাদ।
> --
> রিং
> +8801671411437
>
> মহাসচিব
> ফাউন্ডেশন ফর ওপেন সোর্স সলিউশনস বাংলাদেশ
>
> প্রধান সমন্বয়ক, "পেঙ্গুইন মেলা - ২০১১ <http://fossbd.org/index.php/event
> >"
> ।। ব্যক্তিগত ব্লগঃ রিং-দ্য ডন 'র ব্লগ <http://toshazed.wordpress.com/> ।।
> সদস্য, লিনাক্স মিন্ট বাংলাদেশ <http://linuxmint-bd.org/about_us> ।।
> সদস্য, উবুন্টু
> বাংলাদেশ <https://launchpad.net/%7Etoshazed>
> --
> Ubuntu Bangladesh
> https://lists.ubuntu.com/mailman/listinfo/ubuntu-bd
>


More information about the ubuntu-bd mailing list